প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে - রমেশ চন্দ্র সেন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে। কমলমতি শিশুরা বিদ্যালয়মুখী হলে তাঁরা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। কারণ এসব শিশুরাই ভবিষ্যতে এ দেশ পরিচালনার দায়িত্ব নিবে। 

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, অভিভাবকদের নিয়ে এক বিশাল মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। 

 সংসদ সদস্য রমেশ চন্দ্র বলেন, বিএনপির আমলে শিক্ষার মান অনেকটাই নিচে নেমে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান বাংলাদেশে শিক্ষার ফলাফল সন্তোষজনক। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ পরিণত হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য। 

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন। 

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলীর সভাপতিত্বে  মা সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল  ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,  উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা প্রমুখ।

মা সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8048789796080208621

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item