সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্বোধন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা জেলা প্রশাসক মোহাম্দ খালেদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ও ক্লাবের সভাপতি মো. বজলুর রশীদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো.আজমল হোসেন,  ইউএনও’র পতœী নাজনীন নিপা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু, ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান,উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম,  সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার পাল, আনসার ভিডিপি ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মাহবুব মোর্শেদ, উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, বাঙ্গালীপুর ইউপি চেয়ার‌্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম ক্লাব চত্বরে এসে পৌঁছলে ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।
পরে তিনি ফিতা কেটে ক্লাবের উদ্বোধন করেন। এরপর বিশেষ মোনাজাত করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. গোলাম মওলা।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম অফিসার্স ক্লাব ঘুরে ঘুরে দেখেন।
 শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. বজলুর রশীদ প্রধান অতিথিকে ক্লাবের কোর্ট পিন পড়িয়ে দেন। 
প্রসঙ্গত, তৎকালীন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. শফিকুল ইসলাম অফিসার্স ক্লাব ভবনের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী ক্লাব ভবনের নির্মাণ কাজ এগিয়ে নেন। আর বর্তমান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ   অফিসার্স ক্লাবের নির্মান কাজ শেষ করেন।            

পুরোনো সংবাদ

নীলফামারী 4550638121963723852

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item