রংপুরে দোকান ঘর চুক্তিনামা অস্বীকারের অভিযোগ
https://www.obolokon24.com/2018/04/rangpur_56.html
হাজী মারুফ
দোকান ঘরের চুক্তিনামা অস্বীকারের অভিযোগ উঠেছে । জানা গেছে রংপুর নগরীর জি এল রায় রোডে দৈনিক যুগের আলোর অফিসের পাশে দীর্ঘ ৪ বছর ধরে ব্যবসা করে আসছে রাফি মটরর্স এর সত্বাধীকারী রনকুল ইসলাম রাফি । শুরুতে দোকান চালু করার সময় প্রথম মালিক মাসুদ পারভেজ এর সাথে চুক্তিবদ্ধ হয় । পরবতিতে পারিবারিক ভাবে জমি বন্টন হলে নতুন মালিক হন রহিমুল কবীর মামুন । এতে গত ১লা মার্চ- নতুন মালিক এর সাথে ৩ বছরের জন্য মাসিক ভাড়া ৪ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় রাফি মটরর্স এর সত্বাধীকারী রনকুল ইসলাম রাফি । এ চুক্তিবদ্ধ হওয়ার পরের নতুন মালিক এ চুক্তি অস্বীকার করিলে ব্যাবসায়ীদের মধ্যে উওেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুরে সিটি কপোরেশনের সার্ভেয়ার এসে নিয়ম না মেনে কাজ করার সাইডটির কাজ বন্ধ করে দেন ।
দোকান ঘরের চুক্তিনামা অস্বীকারের অভিযোগ উঠেছে । জানা গেছে রংপুর নগরীর জি এল রায় রোডে দৈনিক যুগের আলোর অফিসের পাশে দীর্ঘ ৪ বছর ধরে ব্যবসা করে আসছে রাফি মটরর্স এর সত্বাধীকারী রনকুল ইসলাম রাফি । শুরুতে দোকান চালু করার সময় প্রথম মালিক মাসুদ পারভেজ এর সাথে চুক্তিবদ্ধ হয় । পরবতিতে পারিবারিক ভাবে জমি বন্টন হলে নতুন মালিক হন রহিমুল কবীর মামুন । এতে গত ১লা মার্চ- নতুন মালিক এর সাথে ৩ বছরের জন্য মাসিক ভাড়া ৪ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় রাফি মটরর্স এর সত্বাধীকারী রনকুল ইসলাম রাফি । এ চুক্তিবদ্ধ হওয়ার পরের নতুন মালিক এ চুক্তি অস্বীকার করিলে ব্যাবসায়ীদের মধ্যে উওেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুরে সিটি কপোরেশনের সার্ভেয়ার এসে নিয়ম না মেনে কাজ করার সাইডটির কাজ বন্ধ করে দেন ।