প্রশ্ন ফাঁসের নামে প্রতারনা॥ র্যাবের হাতে আটক ২
https://www.obolokon24.com/2018/04/questien.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮এপ্রিল॥
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানে দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ দুই জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার ভোরে এই অভিযানে আটক হয় ওই গ্রামের শ্রী উপানয়ন রায়ের ছেলে শ্রী নির্মল রায় ওরফে অটল (১৮), ও একই এলাকার সাহাপাড়া গ্রামে বাবুনাল রায়ের ছেলে শ্রী বিশ্বনাথ রায় (২৫)। পিতাঃ বাবুনাল রায়, সাং-টাংগুয়া সাহাপাড়া, থানাঃ খানসামা, জেলাঃ দিনাজপুর কে আটক করে।
সংশ্লিষ্ট সুত্র মতে উক্ত দুই ব্যাক্তি এইচএসসি পরীক্ষা-২০১৮ সালের প্রশ্নপত্র ফাঁসকারী চক্র প্রতারকমূলক ভাবে ব্যবসা করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপি। এ ঘটনায় দিনাজপুর খানসামা থাকায় আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষে মামলা দায়ের করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ যে এর আগে গত ১ এপ্রিল রাতে নীলফামারী জেলা শহরের কলোনী এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সদস্য ওই এলাকার বাবলুর রহমানের ছেলে সিয়াম শাহরিয়ারকে(১৯) আটক করেছিল। তার বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা করা হয়েছে। বর্তমানে জেলা কারাগারে রয়েছে সিয়াম বলে জানা গেছে। #
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানে দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ দুই জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার ভোরে এই অভিযানে আটক হয় ওই গ্রামের শ্রী উপানয়ন রায়ের ছেলে শ্রী নির্মল রায় ওরফে অটল (১৮), ও একই এলাকার সাহাপাড়া গ্রামে বাবুনাল রায়ের ছেলে শ্রী বিশ্বনাথ রায় (২৫)। পিতাঃ বাবুনাল রায়, সাং-টাংগুয়া সাহাপাড়া, থানাঃ খানসামা, জেলাঃ দিনাজপুর কে আটক করে।
সংশ্লিষ্ট সুত্র মতে উক্ত দুই ব্যাক্তি এইচএসসি পরীক্ষা-২০১৮ সালের প্রশ্নপত্র ফাঁসকারী চক্র প্রতারকমূলক ভাবে ব্যবসা করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপি। এ ঘটনায় দিনাজপুর খানসামা থাকায় আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষে মামলা দায়ের করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ যে এর আগে গত ১ এপ্রিল রাতে নীলফামারী জেলা শহরের কলোনী এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সদস্য ওই এলাকার বাবলুর রহমানের ছেলে সিয়াম শাহরিয়ারকে(১৯) আটক করেছিল। তার বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা করা হয়েছে। বর্তমানে জেলা কারাগারে রয়েছে সিয়াম বলে জানা গেছে। #