জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করায় পঞ্চগড়ে সৌরভকে সংবর্ধনা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি ঃ
আন্ত: প্রার্থমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে তেঁতুলিয়া উপজেলার বোদা ময়নাগুড়ি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌরভ আলী। সৌরভের এই অর্জনে আনন্দে ভাসছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি গ্রাম। সোমবার তাকে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এক আবেগ ঘন সংবর্ধনা জানায়।
সৌরভ আলী চিলাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দেবনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,বাংলাদেশ প্রার্থমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলীমুল রাজী, তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর আহ্বায়ক শামসুজ্জামান নাহিদ,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম। সংবর্ধনা শেষে সৌরভের হাতে একটি বাইসাইকেল তুলে দেয়া হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6286826923800067758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item