নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ এপ্রিল॥ নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টার দিকে নীলফামারী জেলা সদরের ড.ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা কচুকাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বিদ্যালয়ের সামনের মাঠে দিনব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক কামরুল আলম শাহ্  মুকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা বানু প্রমুখ। শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের ১৮২ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা অংশগ্রহন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি অংশগ্রহন করেন কর্মসূচিতে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6828366474431328862

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item