নীলফামারীতে প্রশ্ন ফাঁস রোধে মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ এপ্রিল॥ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির আয়োজনে আজ রবিবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম শাহ্রে সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যা- কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনাক সহসভাপতি আজমা আহসান, সদস্য নাসিমা বেগম, জাহানারা রহমান, অনুভব ফাউ-েশনের কামরুন্নাহার  প্রমুখ।
বক্তারা বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস এ সময়ের আলোচিত বিষয়। এমন প্রশ্ন ফাঁসে জাতি মেধাশূন্য হচ্ছে। শিক্ষাখাতে সুশান ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান এসময়।কর্মসূচিতে সনাক সদস্য ছাড়াও  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধি সমাজ ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি অংশগ্রহন করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 7446754705850795751

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item