জলঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
https://www.obolokon24.com/2018/04/jaldhaka_7.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা
- সবার জন্য শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শনিবার
সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে ল্যাম্ব (শো প্রকল্প) ও
ব্রাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি র্যালি
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মেডিকেল হলরুমে
আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা জেডএ সিদ্দিকীর
সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর
মাহফুজার রহমান,উপজেলা ব্রাকের প্রতিনিধি রাজীব বসু, হেলথ ইন্সপেক্টর
রফিকুল ইসলাম, আছাহাব আলী ও ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর লিটন
বসু প্রমুখ। ল্যাম্ব শো প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে অনুুরুপ
কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান কো অর্ডিনেটর মাহফুজার
রহমান।