জলঢাকায় হাট ইজারা প্রদানে অনিয়মের প্রতিবাদে মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ
https://www.obolokon24.com/2018/04/jaldhaka_4.html
মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ১৪২৫ বাংলা সনের জন্য পৌরসভা হাট-বাজার ইজারা প্রদানে অনিয়ম ও সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে( ট্রাফিক মোড়) ঘন্টাব্যাপি এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক ও পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম পলাশের সভাপতিত্বে মানব্বন্ধনে বক্তব্য রাখেন,রহিদুল ইসলাম,লাভলুর রশিদ,মৃণাল বিশ্বাসসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। মানব্বন্ধনে বক্তারা পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে বলেন,চলতি বাংলা সনের পৌরসভা হাট-বাজার ইজারার জন্য সরকারের পরিপত্রের তোয়াক্কা না করে পৌর হাট-বাজার ইজারা সংক্রান্ত সংশোধিত পরিপত্র অনুযায়ী পূনঃ দরপত্র আহবান না করে তথ্য গোপন রেখে মেয়র নির্ধারিত মূল্যের প্রায় ১৫ লাখ টাকা কমে তার আস্তাভাজন দেলোয়ার হোসেনকে ৮৮ লাখ টাকার সর্বোচ্চ দরদাতা দেখিয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন। এতে প্রায় ১৫ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার । তারা আরো অভিযোগ করে বলেন, ২০১৬ সালের পরিপত্র অনুযায়ী দরপত্র মূল্য ২১ হাজার ২শত টাকা নির্ধারন করা হলেও নতুন পরিপত্র অনুযায়ী দরপত্রের মূল্য হবে অনেক কম। তাছাড়াও স্থানীয় কোন পত্রিকায় প্রচার না করে প্রচারিত পত্রিকা দু’টি বহুল প্রচারিত না হওয়ায় এবং পৌরসভার নিজেস্ব ওয়েব সাইডে প্রকাশ না করায় স্থানীয় অনেক ইজারাদার দরপত্র ক্রয় করতে পারেননি। এছাড়াও গত ২১মার্চ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার স্বাক্ষরিত হাট-বাজার ইজারা ত্র“টিপূর্ণ হয়েছে বলে পৌর মেয়র বরাবর একটি চিঠি প্রেরণ করেন এবং বিধি অনুসরণ করে ইজারা প্রদানের জন্য নির্দেশ দেন। তবে চিঠি পাওয়ার পরেও কোন ব্যবস্থা না নিয়ে ইজারা প্রদানের জন্য পায়তারা করছেন পৌর মেয়র। তাই অবিলম্বে অতিদ্রুত পূর্বের দরপত্র বাতিল করে পূণঃ দরপত্র আহবানের দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহর প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। এ ব্যাপারে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, আন্দোলনকারীরা পৌরসভার সুনাম ক্ষুন্ন করার জন্য অন্যায় ভাবে আন্দোলন করছে।