সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউপি নির্বাচনের গণ-বিজ্ঞপ্তি
https://www.obolokon24.com/2018/04/gaibandha_9.html
নুরুল আলম ডাকুয়া: সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউপি'র চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্য পদে সাধারণ নির্বাচনের জন্য গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
জানা যায়, নির্বাচন পরিচালনার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার- ফজলে রাব্বী মোহাম্মদ সাজ্জাদুর রহমান ঘোষিত গণ- বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৬ এপ্রিল-মনোনয়ন পত্র দাখিল, ১৯ এপ্রিল- মনোনয়ন পত্র বাছাই, ২৬ এপ্রিল- প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, বিগত ২০১৭ সালের ৩১ মার্চ এ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষ্যে ৩টি পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনের একদিন আগে মহামান্য হাই কোর্টের নির্দেশে সে নির্বাচন স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, এ ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য- গোলাম মোস্তফা আহম্মেদ ও একই পদে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক সরকার সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ফলে, আ’লীগের নতুন করে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউপি'র চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্য পদে সাধারণ নির্বাচনের জন্য গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
জানা যায়, নির্বাচন পরিচালনার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার- ফজলে রাব্বী মোহাম্মদ সাজ্জাদুর রহমান ঘোষিত গণ- বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৬ এপ্রিল-মনোনয়ন পত্র দাখিল, ১৯ এপ্রিল- মনোনয়ন পত্র বাছাই, ২৬ এপ্রিল- প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, বিগত ২০১৭ সালের ৩১ মার্চ এ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষ্যে ৩টি পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনের একদিন আগে মহামান্য হাই কোর্টের নির্দেশে সে নির্বাচন স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, এ ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য- গোলাম মোস্তফা আহম্মেদ ও একই পদে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক সরকার সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ফলে, আ’লীগের নতুন করে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে।