ফুলবাড়ী উপজেলায় বৃত্তিতে দ্বিতিয় স্থান লাভ করেছে ফুলবাড়ী বাংলা সরকারী প্রা:বিদ্যালয়
https://www.obolokon24.com/2018/04/dinajpur_66.html
মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃত্তিতে দ্বিতিয় স্থান অর্জন করেছে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সুত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় অংশ গ্রহনকারী মোট ১১জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় দ্বিতিয় স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি।
ট্যালেন্টপুলে বৃত্তি পাপ্ত হয়েছে, নাঈমুল ইসলাম (মুন),সানজিদা পারভিন (ইরা),সাদিয়া রহমান, নিশাত জাহান (নিশি), কাব্য রায়, সাদেকুন নাহার আরবী। এবং সাধারন গ্রেডে বিত্তি প্রাপ্তরা হলেন, তৌহিদ ফেরদৌস (তানভির),শেখ সাদিদ,অদিত্য গুপÍ, নুসরাত জাহান (মাহিয়া) ও গুনগুন সাহা।
তাদের এই সফলতা অর্জনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাজান আলী সরকার,সাধারান সম্পাদক এম,এ কাইয়ুম,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিবাবকগন তাদের অভিনন্দন জানিয়েছেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃত্তিতে দ্বিতিয় স্থান অর্জন করেছে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সুত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় অংশ গ্রহনকারী মোট ১১জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় দ্বিতিয় স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি।
ট্যালেন্টপুলে বৃত্তি পাপ্ত হয়েছে, নাঈমুল ইসলাম (মুন),সানজিদা পারভিন (ইরা),সাদিয়া রহমান, নিশাত জাহান (নিশি), কাব্য রায়, সাদেকুন নাহার আরবী। এবং সাধারন গ্রেডে বিত্তি প্রাপ্তরা হলেন, তৌহিদ ফেরদৌস (তানভির),শেখ সাদিদ,অদিত্য গুপÍ, নুসরাত জাহান (মাহিয়া) ও গুনগুন সাহা।
তাদের এই সফলতা অর্জনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাজান আলী সরকার,সাধারান সম্পাদক এম,এ কাইয়ুম,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিবাবকগন তাদের অভিনন্দন জানিয়েছেন।