দিনাজপুরে ৪২ বিজিবি’র আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর ॥
বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ৪২ বিজিবি’র আয়োজনে ও সন্ধানী এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর  ইউনিটের সহযোগিতায় ২য় বারের মত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার বিজিবি’র সদর সেক্টরের মাঠের ট্রেনিং রুমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ পিএসসি নিজেই রক্ত দিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। বিজিবি’র সকল পদবীর সৈনিকবৃন্দ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। মোট ৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।  এ সময় ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ পিএসসি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৭ সালের ১ জুলাই প্রথম বারের মত ৪২ বিজিবি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। চলতি বছরে জুলাই মাসেও তৃতীয় বারের মত এ কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ সময় সন্ধানী এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর  ইউনিটের সভাপতি মুশফিক উল মুকিতসহ সন্ধানীর ৭ জন এই কার্যক্রমে অংশ নেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8907816879161800423

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item