রংপুর সদর উপজেলার চন্দনপাটে সরকারী গাছ কর্তন চেয়ারম্যানের নাম ভাংঙ্গিয়ে টাকা গ্রহন
https://www.obolokon24.com/2018/03/rangpur_96.html
রংপুর অফিস
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে মাটিয়াপাড়া রোডে শহিদার রহমান তার গাছ বিত্রিু করে দেয় রজব আলীর কাছে । রজবআলী ৩মাস আগে গাছ ত্রুয় করে গত সোমবার গাছ বিত্রিু করে দেয় গাছব্যবসায়ীর কাছে । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় । এদিকে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের সহকারি আমজাদ,সাবেক ছাত্রলীগ নেতা শামীম এসে দিনমজুর শহিদারকে ভয়ভীতি দেখায় বলে সরকারী গাছ কাটলেন কেন চল এলা ইউনিয়ন পরিষদে যাই চেয়ারম্যান ডাকায়চল । হুমকি ধামকি দিয়ে শহিদার এর কাছ থেকে চেয়ারম্যানের কথা বলে ৪হাজার টাকা নেন শামীম সে সময় উপস্থিত ছিলেন চন্দনপাট ইউনিয়নের গ্রাম পুলিম ও কমপিউটার অপারেটর মাহাবুব । ঘটনাটি জানাজানি হলে এলাকায় তদন্তে আসেন শ্যামপুরের সাংবাদিক সাজু তখন সাজুকেও হুমকি দেয় শামীম । পরে অন্যান সাংবাদিকরা গেল শহিদারের স্ত্রী প্রতিবেদককে জানান হ্যামরা গরীব মানুষ কষ্ট করি গাছ লাগাইছি কিন্তু হ্যামরা জানিনা যে জেলা পরিষদে অনুমতি নেওয়া লাগে সব কিছু রজবআলী ও শামীম করছে ব্যাহে । ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ।
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে মাটিয়াপাড়া রোডে শহিদার রহমান তার গাছ বিত্রিু করে দেয় রজব আলীর কাছে । রজবআলী ৩মাস আগে গাছ ত্রুয় করে গত সোমবার গাছ বিত্রিু করে দেয় গাছব্যবসায়ীর কাছে । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় । এদিকে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের সহকারি আমজাদ,সাবেক ছাত্রলীগ নেতা শামীম এসে দিনমজুর শহিদারকে ভয়ভীতি দেখায় বলে সরকারী গাছ কাটলেন কেন চল এলা ইউনিয়ন পরিষদে যাই চেয়ারম্যান ডাকায়চল । হুমকি ধামকি দিয়ে শহিদার এর কাছ থেকে চেয়ারম্যানের কথা বলে ৪হাজার টাকা নেন শামীম সে সময় উপস্থিত ছিলেন চন্দনপাট ইউনিয়নের গ্রাম পুলিম ও কমপিউটার অপারেটর মাহাবুব । ঘটনাটি জানাজানি হলে এলাকায় তদন্তে আসেন শ্যামপুরের সাংবাদিক সাজু তখন সাজুকেও হুমকি দেয় শামীম । পরে অন্যান সাংবাদিকরা গেল শহিদারের স্ত্রী প্রতিবেদককে জানান হ্যামরা গরীব মানুষ কষ্ট করি গাছ লাগাইছি কিন্তু হ্যামরা জানিনা যে জেলা পরিষদে অনুমতি নেওয়া লাগে সব কিছু রজবআলী ও শামীম করছে ব্যাহে । ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ।