রংপুর সদর উপজেলার চন্দনপাটে সরকারী গাছ কর্তন চেয়ারম্যানের নাম ভাংঙ্গিয়ে টাকা গ্রহন

রংপুর অফিস


রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে মাটিয়াপাড়া রোডে শহিদার রহমান তার গাছ বিত্রিু করে দেয় রজব আলীর কাছে । রজবআলী ৩মাস আগে গাছ ত্রুয় করে গত সোমবার গাছ বিত্রিু করে দেয় গাছব্যবসায়ীর কাছে । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় । এদিকে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের সহকারি আমজাদ,সাবেক ছাত্রলীগ নেতা শামীম এসে দিনমজুর শহিদারকে ভয়ভীতি দেখায় বলে সরকারী গাছ কাটলেন কেন  চল এলা ইউনিয়ন পরিষদে যাই চেয়ারম্যান ডাকায়চল । হুমকি ধামকি দিয়ে শহিদার এর কাছ থেকে চেয়ারম্যানের কথা বলে ৪হাজার টাকা নেন শামীম সে সময় উপস্থিত ছিলেন চন্দনপাট ইউনিয়নের গ্রাম পুলিম ও কমপিউটার অপারেটর মাহাবুব । ঘটনাটি জানাজানি হলে এলাকায় তদন্তে আসেন শ্যামপুরের সাংবাদিক সাজু তখন সাজুকেও হুমকি দেয় শামীম । পরে অন্যান সাংবাদিকরা গেল শহিদারের স্ত্রী প্রতিবেদককে জানান হ্যামরা গরীব মানুষ কষ্ট করি গাছ লাগাইছি কিন্তু হ্যামরা জানিনা যে জেলা পরিষদে অনুমতি নেওয়া লাগে সব কিছু রজবআলী ও শামীম করছে ব্যাহে । ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ।

পুরোনো সংবাদ

রংপুর 3515474692577156336

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item