গঙ্গাচড়ায় ১ কেজি গাঁজাসহ ল্যাংরা কালাম আটক
https://www.obolokon24.com/2018/03/rangpur_30.html
সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ল্যাংরা কালাম (৪৩) নামে এক মাদক চোরাকারবারীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে। আটক আবুল কালাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার প্রাণাথ পাঠিকাপাড়া গ্রামের মৃতঃ আছের উদ্দিনের ছেলে। থানা পুলিশ জানায় কালামের দুইটি পা নেই। এ কারণে এলাকায় সে ল্যাংরা কালাম নামে পরিচিত। কালাম কৃত্রিম পা সংযোজনন করে চলাফেরা করে। বুধবার রাতে ১ কেজি গাঁজা অভিনব কায়দায় কৃত্রিম পায়ের জুতার ভিতরে ও পায়ের উরুর মধ্যে বেধে উপজেলার মহিপুর ঘাট পার হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান ও ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে এসআই হাসানুর সঙ্গীয় ফোর্সসহ তাকে মহিপুর ঘাট এলাকা হতে আটক করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি জানান আটক আবুল কালামের দুটি পা থাকায় কেউই বিশ্বাস করত না সে মাদক চোরাচালান করে। এ কারণে সে অনায়াসেই দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান করত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ল্যাংরা কালাম (৪৩) নামে এক মাদক চোরাকারবারীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে। আটক আবুল কালাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার প্রাণাথ পাঠিকাপাড়া গ্রামের মৃতঃ আছের উদ্দিনের ছেলে। থানা পুলিশ জানায় কালামের দুইটি পা নেই। এ কারণে এলাকায় সে ল্যাংরা কালাম নামে পরিচিত। কালাম কৃত্রিম পা সংযোজনন করে চলাফেরা করে। বুধবার রাতে ১ কেজি গাঁজা অভিনব কায়দায় কৃত্রিম পায়ের জুতার ভিতরে ও পায়ের উরুর মধ্যে বেধে উপজেলার মহিপুর ঘাট পার হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান ও ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে এসআই হাসানুর সঙ্গীয় ফোর্সসহ তাকে মহিপুর ঘাট এলাকা হতে আটক করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি জানান আটক আবুল কালামের দুটি পা থাকায় কেউই বিশ্বাস করত না সে মাদক চোরাচালান করে। এ কারণে সে অনায়াসেই দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান করত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।