ফলোআপ-থমকে গেছে তদন্ত পঞ্চগড়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে জুতাপেটা
https://www.obolokon24.com/2018/03/panchagar_30.html
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:
গত ২৫ শে ফেব্রুয়ারি দৈনিক আমার সময়,দৈনিক তৃতীয় মাত্রা সহ
কয়েকটি জাতীয় ও বিভাগীয় দৈনিক পত্রিকায় পঞ্চগড়ে স্কুল পড়ুয়া ছাত্রীকে
কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষককে জুতাপেটা শিরোনামে রিপোর্ট টি প্রকাশিত হওয়ার ১
মাস পার হয়ে গেছে কিন্তু কোন পদক্ষেপ নেই উপজেলা ও জেলা (প্রাথমিক)
শিক্ষা অফিসের ।বোদা উপজেলার ৩৩নং বদেশ্বরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোঃ মোক্তারুল আলম প্রতিবেশী স্কুল বদেশ্বরী বাড়ী আদর্শ
উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় ছাত্রীর অভিভাবক
জুতাপেটা করে।স্থানীয় সুকুমার রায়, হরিদাস চন্দ্র, শহিদুল ইসলাম জানায়,
শিক্ষক মোক্তারুল আলম কিছুদিন যাবৎ ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। ঘটনার
দিন ঐ স্কুলের দপ্তরী জিয়া কে দিয়ে শিক্ষক মোক্তারুল আলম ঐ ছাত্রীকে
আবারও কুপ্রস্তাব দেয়। ছাত্রী বিষয়টি অভিভাবক কে জানাইলে ছাত্রীর অভিভাবক
পিতা সাইফুল ইসলাম, ভাই নাজমুল হক লিটন স্কুল সংলগ্ন বদেশ্বরী বাজারে সকাল
১১টার সময় তহিদুল এর হোটেলে ঐ শিক্ষক ও দপ্তরীকে জুতাপেটা করে। শিক্ষক
মোক্তারুল আলম এর সাথে কথা হলে তিনি মারপিটের কথা স্বীকার করেন কিন্তু মেয়ে
ঘটিত বিষয়টি এড়িয়ে যান। স্কুলের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী মিন্টু
জানান, বিষয়টি নিয়ে আমারা স্থানীয় ভাবে বসেছি এটা শালিস হয়ে যাবে।সুত্রে
জানা যায় বিষয় টি মোটা অংকের টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শিক্ষক
মোক্তারুল আলম। বোদা উপজেলার (প্রাথমিক)শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুঞাঁ
জানান অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে
তদন্ত চলছে।কিন্তু স্থানীয় এক প্রভাবশালী তদন্তে বাধাগ্রস্ত করছে।