হরিপুরে হঠাৎ শিলা বৃষ্টি
https://www.obolokon24.com/2018/03/nilphamari_30.html
জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুওে শুক্রবার হঠাৎ করেই শিলাবৃষ্টি হয়েছে।
বৃষ্টির পানির মতই অঝেড়ে পাথর পড়তে দেখা যায়।
এতে কৃষকের কাটার উপযোগী গম ফসল, আমের মুকুলসহ এই মৌসুমের বিভিন্ন ফলের মুকুল এবং চলিত বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেেেছ।
স্থানীয়রা জানান, উপজেলার গেদুরা ও আমগাঁও ইউনিয়নে শিলাবৃষ্টি প্রচুরহারে হয়েছে।
তারা আরো জানান, উপজেলার বিভিন্ন সড়কের পথচারীরা ও মাঠের লোকজন পাথরের আঘাতে আহত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুওে শুক্রবার হঠাৎ করেই শিলাবৃষ্টি হয়েছে।
বৃষ্টির পানির মতই অঝেড়ে পাথর পড়তে দেখা যায়।
এতে কৃষকের কাটার উপযোগী গম ফসল, আমের মুকুলসহ এই মৌসুমের বিভিন্ন ফলের মুকুল এবং চলিত বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেেেছ।
স্থানীয়রা জানান, উপজেলার গেদুরা ও আমগাঁও ইউনিয়নে শিলাবৃষ্টি প্রচুরহারে হয়েছে।
তারা আরো জানান, উপজেলার বিভিন্ন সড়কের পথচারীরা ও মাঠের লোকজন পাথরের আঘাতে আহত হয়েছে।