ফুলবাড়ী শহর সমন¦য় কমিটির সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2018/03/dinajpur_50.html
মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
পৌরবাসীর নাগরিক সমস্যা সমাধানের লক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর মিলনায়তনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ভেলপমেন্ট (নবিদেপ) প্রজেক্ট এর আয়োতায় জাপান আন্তর্জাতিক সহয়াতা সংস্থা (জাইকা) এর সহোযোাগতায় পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর সচিব মাহবুবুর রহমান এর সঞালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মেয়র মুরর্তুজা সরকার মানিক,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রষাশনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,শহীদ সৃতি আদর্শ ডিগ্রি কলেজ এর প্রভাষক হাসানুজ্জামান লাভলু,পৌর কাউন্সিল আব্দুল জব্বার মাসুদ,মোতাহার আলী, মোতালেব হোসেন, সৈয়দ আবু ফরহাদ বাবু, গোলাফ্ফর হোসেন,ময়েজ মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শহর সমন্বয় কমিটির সদস্য হারুন উর-রশিদ,মহিলা কাউন্সিলর নাজিরা বেগম প্রমুখ। এ সময় নবিদেপ ্এর পৌরসভা কর্যক্রম পরিচালনা কর্মকর্তা কাওছার, শামমি আরা,হাবীব ও সাইফুর রহমানসহ শহর সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরবাসীর নাগরিক সমস্যা সমাধানের লক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর মিলনায়তনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ভেলপমেন্ট (নবিদেপ) প্রজেক্ট এর আয়োতায় জাপান আন্তর্জাতিক সহয়াতা সংস্থা (জাইকা) এর সহোযোাগতায় পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর সচিব মাহবুবুর রহমান এর সঞালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মেয়র মুরর্তুজা সরকার মানিক,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রষাশনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,শহীদ সৃতি আদর্শ ডিগ্রি কলেজ এর প্রভাষক হাসানুজ্জামান লাভলু,পৌর কাউন্সিল আব্দুল জব্বার মাসুদ,মোতাহার আলী, মোতালেব হোসেন, সৈয়দ আবু ফরহাদ বাবু, গোলাফ্ফর হোসেন,ময়েজ মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শহর সমন্বয় কমিটির সদস্য হারুন উর-রশিদ,মহিলা কাউন্সিলর নাজিরা বেগম প্রমুখ। এ সময় নবিদেপ ্এর পৌরসভা কর্যক্রম পরিচালনা কর্মকর্তা কাওছার, শামমি আরা,হাবীব ও সাইফুর রহমানসহ শহর সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।