পঞ্চগড়ে আধুনিকতার স্পর্শে মহিষের গাড়ি বিলুপ্তির পথে
https://www.obolokon24.com/2018/02/panchagar_11.html
মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আধুনিকতার স্পর্শে মহিষের গাড়ি বিলুপ্তির পথে। লাল সবুজের বাংলাদেশের গ্রাম থেকে শহরের রাস্তাঘাটে দেখা যেত এই দৃশ্য। কিন্তু এখন আর এই দৃশ্য চোখে পরেনা। কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে গরু/মহিষের গাড়ি। আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের ফলে মানুষের জীবনে এসেছে নানা পরিবর্তন। বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে গরু/মহিষের গাড়ি। সন্ধান করতে গেলে এক সময় পরিবহন ব্যবস্থার অন্যতম ছিল এই গাড়ি।
পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর গ্রামের ৭৫ বছর বয়সি মো: সলেমান আলী আঞ্চলিক ভাষায় বলেন,“আগত মুই বিহার বারির কাজত এই গাড়ি নিয়েহেনে কত ভাড়া গেইছু। তবে আগের মত এলা এই গাড়ির আর কদর নাই। মোর ট্রাক্টর কিনিবার টাকা নাই তাতে মুই অনেক কষ্টে এই গাড়ি দিহেনে এলাও মাল বহন করেছু। ”
পঞ্চগড়ে আধুনিকতার স্পর্শে মহিষের গাড়ি বিলুপ্তির পথে। লাল সবুজের বাংলাদেশের গ্রাম থেকে শহরের রাস্তাঘাটে দেখা যেত এই দৃশ্য। কিন্তু এখন আর এই দৃশ্য চোখে পরেনা। কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে গরু/মহিষের গাড়ি। আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের ফলে মানুষের জীবনে এসেছে নানা পরিবর্তন। বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে গরু/মহিষের গাড়ি। সন্ধান করতে গেলে এক সময় পরিবহন ব্যবস্থার অন্যতম ছিল এই গাড়ি।
পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর গ্রামের ৭৫ বছর বয়সি মো: সলেমান আলী আঞ্চলিক ভাষায় বলেন,“আগত মুই বিহার বারির কাজত এই গাড়ি নিয়েহেনে কত ভাড়া গেইছু। তবে আগের মত এলা এই গাড়ির আর কদর নাই। মোর ট্রাক্টর কিনিবার টাকা নাই তাতে মুই অনেক কষ্টে এই গাড়ি দিহেনে এলাও মাল বহন করেছু। ”