ডেটলাইন আট ফেব্রুয়ারী নীলফামারীতে পুলিশি তৎপরতা জোরদার

বিশেষ প্রতিনিধি ৭ ফেব্রুয়ারী॥
নীলফামারীতে আট ফেব্রুয়ারীকে কেন্দ্র পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আজ বুধবার দিনব্যাপী বিএনপি কার্যালয় ও এর আশপাশ এলাকায় পুলিশের অবস্থান ও টহল দেখা গেছে। একইভাবে জেলার সকল উপজেলায় পুলিশি তৎপরতা বৃদ্ধির খবর পাওয়া গেছে।
 বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা গেছে তালা বন্ধ।  কার্যালয়ের পাশে পৌর মার্কেটের একটি স্থানে নিয়মিত আনাগোনা থাকতো বিএনপির নেতাকর্মীদের। সেখানে অনেকেই বসে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলতেন। গত তিনদিন ধরে বিএনপি নেতারা সেখানে নেই। অনেকে জানায় সেই স্থানটি এখন পুলিশের দখলে। ওই মাকের্টের অনেকে জানায় সকাল থেকে পুলিশ সেখানে অবস্থান নেওয়ায় দিনভর দেখা যায়নি নেতাকর্মীদের।

সূত্রমতে, নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গত তিন দিনে জেলায় বিএনপি জামায়াতের প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত রবিবার রাতে সাতজন, সোমবার রাতে সাত জন এবং মঙ্গলবার রাতে ২৪ জন এবং বুধবার দিনে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন গ্রেপ্তারের খবরে আত্মগোগন করেছেন অনেক নেতাকর্মী।

এব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক বলেন, ‘আমরা কোন কর্মসূচি ঘোষণা না করলেও পুলিশ যেভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে তাতে সকলেই আতঙ্কে রয়েছেন। দলীয় কার্যালয় এবং এর আশপাশ এলাকায় পুলিশের অবস্থানের কারণে কেউ ভিরতে পারছেন না। পুলিশের চোখে পড়লেই নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন।’
বিএনপির জেলা পর্যায়ের অনেক নেতাই বলেন, ‘আট ফেব্রুয়ারীর কর্মসূচির বিষয়টি নির্ভর করবে রায়ের ওপর। সন্তোষজন হলে কোন কর্মসূচি থাকবে না, বিরূপ কিছু হলে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা অবশ্যই প্রতিবাদ জানাবেন।’

নীলফামারী সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন,‘পুলিশ আইনশৃঙ্খলা পরিস্তিতি শান্ত রাখার লক্ষে কাজ করছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বিভিন্ন মামলার আসামী রয়েছে। নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগেও অনেকে গ্রেপ্তার হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি একটি চলমান প্রক্রিয়া।’

পুরোনো সংবাদ

নীলফামারী 4693495821892470796

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item