জলঢাকায় প্রাইভেট কারের চাপায় আহত ৮

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩১ জানুয়ারী॥
নীলফামারীর জলঢাকায় একটি প্রাইভেট কারের নীচে চাপা পড়ে আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে  সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর নিজেই বাজার হতে প্রাইভেট কার চালিয়ে বাড়ী ফেরার পথে জলঢাকা পৌর শহরের হাডওয়্যার বাজারে দাড়িয়ে থাকা একটি পিকআপের সাথে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে গাড়ীর গতি মুহুর্তে বেড়ে যায়। এবং পথচারীরা গাড়ী চাপা পড়ে আহত হয়।
আহতরা হলেন, নাজমা(৪০), সরোনী (২০), দোলন (২০), পুরুষোত্তম (৩৫), ফারুক (৩০), মমিনুল ইসলাম (৫০) রেজাউল করিম (৪০) ও শেফালী বেগম (২০)।
তবে আবদুল ওয়াহেদ বাহাদুর জানান, আমি বাজার শেষে প্রাইভেটকারে উঠি। হঠাৎ একটি অটো চার্জার এসে আমার গাড়ীর সামনে ধাক্কা দেয়। এতে আমি ব্রেক ফেল করি। যার ফলে এ দুর্ঘটনা ঘটে।
জলঢাকা উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ শারমিন আফরোজ জানান, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 881544207845353802

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item