সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সুন্দরগঞ্জ আসনের আসন্ন উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন-উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান-আহসান হাবীব মাসুদ।
বুধবার উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেকের নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন । আসন্ন ১৩ মার্চ শূণ্য এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে নির্বাচিত এ আসনের সরকার দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে দশম জাতীয় সংসদ মেয়াদেই এ আসনের দ্বিতীয় দফা উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।
 উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাষ্টারপাড়াস্থ নিজ বাসভবনে আতাতায়ীর গুলিতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন মারা যান।   উল্লেখ, ২০১৭ সালের ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে নির্বাচিত এ আসনের সরকার দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৯ ডিসেম্বর মারা যাওয়ায় দশম জাতীয় সংসদ মেয়াদেই আসনটির দ্বিতীয় দফা উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

নির্বাচন 2571348260482170574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item