ডোমারে নীল মটরস্ আয়োজিত টেক্নিশিয়ানদের সাথে মতবিনিময় সভা
https://www.obolokon24.com/2018/02/domar_9.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে নীল মটরস্ আয়োজিত টেক্নিশিয়ানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা মটরস্ লিঃ এর সহযোগীতায় ৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে বিশিষ্ট ব্যবসায়ী বাবু স্বচিন মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তরা মটরস্ লিঃ রংপুর ডিভিশনের এজিএম ও ব্রাঞ্চ ইনচার্জ আবেদ আল আজাদ। কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ (সেলস্) ইমরান মাহ্বুব, সিনিয়র এক্সিকিউটিভ (পার্স) সাব্বির হাসান, সার্ভিস ইঞ্জিনিয়ার ফারুক হাসান, ব্যাংকার জীবন মালাকার, আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় নীল মটরস্ শো রুমে সিডি ১০০ বি বাজাজ মোটর সাইকেলের সংযোজনের উদ্বোধন করা হয়। উক্ত সভায় ডোমার ডিমলার প্রায় ২ শতাধীক টেক্নিশিয়ান অংশনেয়। শেষে এলাকার সেরা ১০ জন টেক্নিশিয়ানদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিগণ।
নীলফামারীর ডোমারে নীল মটরস্ আয়োজিত টেক্নিশিয়ানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা মটরস্ লিঃ এর সহযোগীতায় ৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে বিশিষ্ট ব্যবসায়ী বাবু স্বচিন মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তরা মটরস্ লিঃ রংপুর ডিভিশনের এজিএম ও ব্রাঞ্চ ইনচার্জ আবেদ আল আজাদ। কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ (সেলস্) ইমরান মাহ্বুব, সিনিয়র এক্সিকিউটিভ (পার্স) সাব্বির হাসান, সার্ভিস ইঞ্জিনিয়ার ফারুক হাসান, ব্যাংকার জীবন মালাকার, আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় নীল মটরস্ শো রুমে সিডি ১০০ বি বাজাজ মোটর সাইকেলের সংযোজনের উদ্বোধন করা হয়। উক্ত সভায় ডোমার ডিমলার প্রায় ২ শতাধীক টেক্নিশিয়ান অংশনেয়। শেষে এলাকার সেরা ১০ জন টেক্নিশিয়ানদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিগণ।