সৈয়দপুরে এতিমখানা পুকুরের লাখ টাকার মাছ চুরি, থানায় অভিযোগ
https://www.obolokon24.com/2018/02/08.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে একটি এতিমখানার পুকুর থেকে প্রায় লাখ টাকা মূল্যের মাছ চুরি হয়েছে। পৌর এলাকার ঢেলাপীর এলাকায় নেছারিয়া হেফজখানা মোহেবীয়া দ্বিনিয়া মাদ্রাসার পুকুরে ওই মাছ চুরির ঘটনা ঘটে। গত মঙ্গলবার ভোররাতে সংঘটিত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ওই মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল হোসেন জানান, ভোরবেলা ফজরের নামাজের জন্য ওজু করতে এসে দেখি পুকুরের মাছ ভেসে উঠেছে। খানিক দূরে নজরে পড়ে একটি মাছ ধরা জালও পড়ে আছে। এরপর খবর শুনে একে একে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরাও ঘটনাস্থলে আসে। বিভিন্ন জাতের চুরি যাওয়া মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় লাখ টাকা বলে তিনি জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, ওই পুকুরে মাছ চাষ করে সারা বছর শিক্ষার্থীদের আমিষের চাহিদা মেটানো হতো। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুরে একটি এতিমখানার পুকুর থেকে প্রায় লাখ টাকা মূল্যের মাছ চুরি হয়েছে। পৌর এলাকার ঢেলাপীর এলাকায় নেছারিয়া হেফজখানা মোহেবীয়া দ্বিনিয়া মাদ্রাসার পুকুরে ওই মাছ চুরির ঘটনা ঘটে। গত মঙ্গলবার ভোররাতে সংঘটিত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ওই মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল হোসেন জানান, ভোরবেলা ফজরের নামাজের জন্য ওজু করতে এসে দেখি পুকুরের মাছ ভেসে উঠেছে। খানিক দূরে নজরে পড়ে একটি মাছ ধরা জালও পড়ে আছে। এরপর খবর শুনে একে একে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরাও ঘটনাস্থলে আসে। বিভিন্ন জাতের চুরি যাওয়া মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় লাখ টাকা বলে তিনি জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, ওই পুকুরে মাছ চাষ করে সারা বছর শিক্ষার্থীদের আমিষের চাহিদা মেটানো হতো। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।