ঠাকুরগাঁওয়ে ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_7.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রংপুর বিভাগের প্রথম পূণাঙ্গ ইংলিশ মিডিয়াম ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম-২০১৮ উদ্বোধন করেছেন দিনাজুপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
রংপুর বিভাগের প্রথম পূণাঙ্গ ইংলিশ মিডিয়াম ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম-২০১৮ উদ্বোধন করেছেন দিনাজুপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
শনিবার
দুপুরে ঠাকুরগাঁওয়ে ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দিনাজুপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু
বক্কর সিদ্দিক।
এ সময় আবু
বক্কর সিদ্দিক বলেন, বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা যা কিছু প্রয়োজন
ব্রিটিশ ইন্টারন্যাশন্যাল স্কুল ইতোমধ্যে সম্পূর্ণ করেছেন। এই শিক্ষা
প্রতিষ্ঠানের উপর অভিভাবকরা নিজ সন্তানের স্বপ্ন পূরণের আস্থা খুঁজে
পেয়েছেন। আশা রাখি কর্তৃপক্ষ সকলের স্বপ্ন পূরণে আশার বাতিঘর হয়ে থাকবে।
তিনি
বলেন, এখনকার অভিভাবকরা শুধু সন্তানদের জিপিএ-৫ নিয়ে প্রতিযোগিতা শুরু
করেছেন। সঠিক পাঠদানের অভাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা ভাল কোন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না। প্রতিষ্ঠানের সঠিক পাঠনদানই
নিশ্চিত করে একজন শিক্ষার্থীর ভবিষৎ। ব্রিটিশ ইন্টারন্যাশন্যাল স্কুল যদি
দÿ শিক্ষক মন্ডলী দিয়ে শিÿার্থীদের সঠিক পাঠদান নিশ্চিত করেন তাহলে এই
এলাকার সন্তানরা বিশ্বের দরবারে প্রতিযোগিতা করা সুযোগ পাবে।
এ
সময় ব্রিটিশ ইন্টারন্যাশন্যাল স্কুলের প্রিন্সিপাল কর্ণেল (অবঃ)
সালাউদ্দিন খান বলেন, ঠাকুরগাঁওয়ের মত একটি সীমান্তবর্তী এলাকায় শিক্ষা
প্রসারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহফুজ কবির যে উদ্যোগ গ্রহন করেছেন তা
প্রশংসনীয়। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অভিভাবক ও সন্তানদের স্বপ্ন পূরনে
কাজ করে যাচ্ছি। আন্তজাতিক মানের শিক্ষা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা রয়েছে
এখানে।
এ সময় আরো
উপস্থিত ছিলেন, দিনাজুপর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক রবীন্দ্র
ভট্রাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ আলী, ব্রিটিশ ইন্টারন্যাল
স্কুলের উপদেষ্টা অশোক কুমার, রংপুর ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজের চীফ
এডমিন অফিসার মো: শফিক, ঠাকুরগাঁও ক্যাম্পাসের চীফ এডমিন অফিসার জহিদুল
ইসলাম প্রমুখ।
এর
পূর্বে ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের ২০১৮ শিক্ষা বর্ষের কার্যক্রম ফিতা
কেটে উদ্বোধন করেন দিনাজুপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
পরে স্কুলের লাইব্রেরি, ক্লাসরুম পরিদর্শন করেন তিনি।