রানীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_6.html
সফিকুল ইসলাম শিল্পি,রানীশংকৈল (ঠ্কাুরগাঁও) প্রতিনিধিঃ
(৮ জানুয়ারি) সোমবার ১০ টায় ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহী অফিসার ,এর সভাপতিতে¦ সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল থানা অফিসা ইনচার্জ মোঃ আঃ মান্নান ,ইউ পি চেয়ারম্যান এনামুল হক ,উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন চৌধরী,মহিলা আওয়ামীলীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ,প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ও প্রেস ক্লাব সাধারন স্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমূখ।
অফিসার ইনচাজ আঃ মান্নান বলেন রানীশংকৈল আইনশৃঙ্খলা বেশভাল।তিনি ৯ মে ২০১৭খ্রিঃ হতে ৩১ ডিসেম্বর ১৭খ্রিঃ একটি মাদক উদ্ধার ও মামলার একটি প্রতিবেদন প্রকাশ করেন।মাদক ও চোরাচালানের মোট ১৫৭ মামালা ,মোট গ্রেপ্তার হয়েছে ১৮২ জন ,মদক উদ্ধার হয়েছে-ইয়বাট্যাবলেট-৩৩০০পিচ যার আনমানিক মুল্য-১০,৬৩,২০০ টাকা,গাজা-৪ কেজি যার আনুমানিক মূল্য-৪৭,৩০০ টাকা,চোরাই মদ ৩লিটার যার মূল্য-৬০০ টাকা প্রায়।
(৮ জানুয়ারি) সোমবার ১০ টায় ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহী অফিসার ,এর সভাপতিতে¦ সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল থানা অফিসা ইনচার্জ মোঃ আঃ মান্নান ,ইউ পি চেয়ারম্যান এনামুল হক ,উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন চৌধরী,মহিলা আওয়ামীলীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ,প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ও প্রেস ক্লাব সাধারন স্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমূখ।
অফিসার ইনচাজ আঃ মান্নান বলেন রানীশংকৈল আইনশৃঙ্খলা বেশভাল।তিনি ৯ মে ২০১৭খ্রিঃ হতে ৩১ ডিসেম্বর ১৭খ্রিঃ একটি মাদক উদ্ধার ও মামলার একটি প্রতিবেদন প্রকাশ করেন।মাদক ও চোরাচালানের মোট ১৫৭ মামালা ,মোট গ্রেপ্তার হয়েছে ১৮২ জন ,মদক উদ্ধার হয়েছে-ইয়বাট্যাবলেট-৩৩০০পিচ যার আনমানিক মুল্য-১০,৬৩,২০০ টাকা,গাজা-৪ কেজি যার আনুমানিক মূল্য-৪৭,৩০০ টাকা,চোরাই মদ ৩লিটার যার মূল্য-৬০০ টাকা প্রায়।