রানীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সফিকুল ইসলাম শিল্পি,রানীশংকৈল (ঠ্কাুরগাঁও) প্রতিনিধিঃ

(৮ জানুয়ারি) সোমবার ১০ টায় ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার কক্ষে উপজেলা  আইনশৃঙ্খলা কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহী অফিসার ,এর সভাপতিতে¦ সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল থানা অফিসা ইনচার্জ মোঃ আঃ মান্নান ,ইউ পি চেয়ারম্যান এনামুল হক ,উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন চৌধরী,মহিলা আওয়ামীলীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ,প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ও প্রেস ক্লাব সাধারন স্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমূখ।
অফিসার ইনচাজ আঃ মান্নান  বলেন রানীশংকৈল আইনশৃঙ্খলা বেশভাল।তিনি  ৯ মে ২০১৭খ্রিঃ হতে ৩১ ডিসেম্বর ১৭খ্রিঃ একটি মাদক উদ্ধার ও মামলার একটি প্রতিবেদন প্রকাশ করেন।মাদক ও চোরাচালানের মোট ১৫৭ মামালা ,মোট গ্রেপ্তার হয়েছে ১৮২ জন ,মদক উদ্ধার হয়েছে-ইয়বাট্যাবলেট-৩৩০০পিচ যার আনমানিক মুল্য-১০,৬৩,২০০ টাকা,গাজা-৪ কেজি যার আনুমানিক মূল্য-৪৭,৩০০ টাকা,চোরাই মদ ৩লিটার যার মূল্য-৬০০ টাকা প্রায়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3591210951700371580

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item