হরিপুরে উন্নয়ন মেলা শুরু
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_12.html
জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ
গত কাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে ০৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে সারাদেশে এক যোগে উন্নয়ন মেলার উদ্ধোধনের মধ্যদিয়ে এর কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর এম জে আরিফ বেগ এর সভাপতিত্বে সকাল সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে উন্নয়ন মেলার আলোচনা সভায় সরকারের উন্নয়নের কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে সভায় গেষ্ট অব অর্নার হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোশারফ হোসেন মোল্লা। সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান (বাবু), থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুশ আ’লীগ হরিপুর শাখার সাধারন সম্পাদক জিয়াউল হাসান মুকুল, অধ্যক্ষ সৈয়দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল ঠাকুরগাঁও জেলার পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা/ কর্মচারী ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক নেত্রিবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি ষ্টল অংশগ্রহণ করেছেন। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।