বছরের শুরুতে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী শিশুরাও পেলো নতুন বই
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_1.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই ঠাকুরগাঁওয়ে আর দশটা স্বাভাবিক স্কুল
শিশুদের পাশাপাশি হাতে নতুন বই পেয়েছে এ জেলার স্কুলগামী প্রতিবন্ধী
শিশুরাও।
সোমবার সকালে
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজানে অবস্থিত জেলার বৃহত্যম প্রতিষ্ঠান একতা
প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
৪শ ৭ জন প্রতিবন্ধী শিশুর হাতে এসব নতুন বই তুলে দেওয়া হয়।
একতা
প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলামের
সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদের মাঝে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু
বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক
সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম।