সৈয়দপুরে রেনেসাঁ মুক্ত স্কাউটস্ গ্রুপের পুণর্মিলনী অনুষ্ঠান ও তাবুজলসা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে  রেনেসাঁ ম্ক্তু স্কাউটস গ্রুপের পুণর্মিলনী ও তাবুজলসা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রেনাসাঁর নিজস্ব প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মুক্ত আলোচনা, তাবুজলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কার্স ম্যানেজার ও বাংলাদেশ স্কাউটস নীলফামারী রেলওয়ে জেলার কমিশনার মো. আমিনুর হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেনাসাঁর প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজক মো. সানোয়ার হোসেন সোহেল। 
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেনাসাঁর সম্পাদক সিরাজুল হক চন্দন, সৈয়দপুর জেলা স্কাউটসের লিডার রেনাসাঁর সদস্য মো. আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য বি এম বশিরুজ্জামান, রেনাসাঁর সদস্য ও সাংবাদিক আমিরুল হক আরমান, মো. নাশিম ইকবাল, মতিউর রহমান, মামুনুর রশিদ করিম,  রেজা মাহমুদ প্রমূখ।
 গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন রেনাসাঁর প্রতিষ্ঠাতা সদস্য তবিদ রহমান।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রেনাসাঁ ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ পুণর্মিলনীতে রেনাসাঁর পুরাতন ও নতুন সদস্যদের মিলন মেলায় পরিনত হয়। সকলের মাঝে তৈরি হয় ভ্রাতিত্ববোধের এক সেতুবন্ধন। এ সেতুবন্ধন বেয়ে স্কাউটস আন্দোলন এগিয়ে যাবে এ প্রত্যাশা সকলের।     

পুরোনো সংবাদ

নীলফামারী 427373307428052126

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item