পঞ্চগড় তেঁতুলিয়া মহা সড়কে ধান শুকোনোর মহোৎসব দেখার কেউ নেই
https://www.obolokon24.com/2018/01/panchagar_3.html
মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় তেঁতুলিয়া মহা সড়কে ধান শুকোনোর মহোৎসব। দেখার কেউ নেই। প্রতিবছর এই মহা সড়ক কেড়ে নিচ্ছে অনেক জীবন।সরেজমিনে দেখা গেছে সড়কের পাশে ধান, পাট, বালি, পাথর ছড়িয়ে রেখেছে। যত্রতত্র বিভিন্ন গাড়ি পার্কিং সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত পঞ্চগড় অঞ্চলের বিভিন্ন সড়ক গুলো।এ বিষয়ে বিন্দু মাত্র কারো মাথা-ব্যথা নেই।এ বিষয়ে স্থানীয় শিক্ষক রইছুল ইসলাম বলেন,দেশে আইন আছে প্রয়োগ নেই। এসব সমস্যার কারণে বাড়ছে সড়ক দূর্ঘটনা হারিয়ে যাচ্ছে অকালে অনেক জীবন। পঙ্গু হচ্ছে অনেক পরিবার। দেখা যায় একটি পরিবারে একমাত্র উপার্জনকারী সড়ক দূর্ঘটনায় মারা গেলে সেই পরিবারটি আর ঘুরে দাড়াতে পারে না। তাদের জীবন হয়ে যায় দুর্বিসহ।