পঞ্চগড়ে পান ব্যবসায়ীর ১ লক্ষ ১৫ হাজার টাকা গরুর পেটে

মো: তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে রমজান আলী নামে এক পান ব্যবসায়ীর হালখাতায় আদায় কৃত ১লাখ ১৫ হাজার টাকা খেয়ে ফেলেছে তার নিজের গৃহ পালিত গরু। টাকার শোকে রমজান আলী হতাশ হয়ে পাগল প্রায়। এ ঘটনার পর এলাকা বাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।পান দোকানি রমজান আলী পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া গ্রামের মৃত লুলু মোহাম্মদের ছেলে। সে দীর্ঘদিন থেকে জগদল বাজারে পানের দোকান করে আসছে।
রমজান জানায়, গত বুধবার তার পানের দোকানের হালখাতা শেষে রাতে বাড়ী ফিরে জ্যাকেটের পকেটে ১লাখ ১৫ হাজার টাকা বিছানার পাশে ঝুলিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। চুরির ভয়ে দীর্ঘ দিন থেকে শোবার ঘরে গৃহ পালিত গরুটি রেখে আসছিলো।সকালে ঘুম থেকে উঠে দেখে জ্যাকেটের নিচে একটা এক হাজার টাকার নোট পড়ে আছে এবং গরুটি কি জানি চাবাচ্ছে। মুহুর্তে গরুটি পড়ে থাকা টাকাটি মুখে নিয়ে চিবাতে থাকে।তিনি দ্রুত জোরপুর্বক টাকাটা মুখ হতে বের করে নেন এবং জ্যাকেটের পকেটে রাখা টাকা গুলো হাত দিলে দেখেন টাকা নেই। এ সময় রমজান চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন ও এলাকা বাসী এসে জানতে পারে টাকা নেই, গরু খেয়েছে। উপস্থিত অনেকেই টাকা গুলো খোজা খুজি করতে থাকে। এবং ঘড়ে চুরি হয়েছে কিনা সেটি দেখতে থাকে। টাকা গরু খেয়ে ফেলার বিষয়টি সকলেই মানতে নারাজ। এলাকাবাসী মনে ধারণা করে করছিল রমজান তার মহাজনদের দেনার টাকা না মেটানোর জন্য এই ঘটনাটি সাজিয়েছে। তাই এ সব টাকা খেয়েছে কি না নিশ্চিত হতে সকলের সামনে আবার জাকেটের পকেটে নতুন করে আবার ৬/৭ শত টাকা রাখলে গরুটি আবার এ সব টাকা খেয়ে ফেলে। টাকার শোকে রমজান আলী হতাশ হয়ে জ্ঞান হারীয়ে ফেল্লে দ্রুত তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকাবাসী রমজানকে গরুটি জবাই করে টাকা বাহির করতে বলে। তাৎক্ষনিক এলাকার কশাই এবং পশু চিকিৎসকে ডেকে এনে বিষয়টি জানান। তারা জানিয়েছে টাকার মধ্যে এক ধরনের লবনাক্ত স¦াধ থাকায় গরু টাকা গুলো খেয়েছে। জানাগেছে গরুটির বর্তমান বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3470110499274466633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item