পঞ্চগড় ব্যারিস্টার বাজারে অবস্থিত পপুলার প্রি-ক্যাডেট স্কুলে নতুন বছরের শুরুতেই বই বিতরন।
https://www.obolokon24.com/2018/01/panchagar.html
মো: তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ব্যারিস্টার বাজারে অবস্থিত পপুলার প্রি-ক্যাডেট স্কুলে নতুন বছরের শুরুতেই সরকারি বই বিতরণ। বই বিতরণ করেন ব্যারিস্টার কলেজের প্রফেসর সুলতানউল ইসলাম ও পপুলার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: আবিদুল ইসলাম, সহকারী শিক্ষক আনিছুর রহমান, মোছা: মরিয়ম আক্তার লিজা, মোছা: আসমাউল হুসনা উপস্থিত থেকে বছরের প্রথম দিনেই বই পুস্তক শিশুদের হাতে তুলে দিয়ে বলেন আমরা যখন ছোট ছিলাম তখন নতুন বইয়ের জন্য স্কুলে ছুটে আসতাম তখন কিন্তু ১৬ আনা নতুন বই আমরা পেতাম না।
বর্তমান সরকারের সময় সরকারি বেসরকারি সকল স্কুলেই নতুন বই শিশুদের হাতে তুলে দিতে পেরে আমরা এ সরকারের কাছে কৃজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে শিশুদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন তোমরা মনযোগ দিয়ে লেখা পড়া করবা। কারণ শিক্ষাই হল জাতির মেরুদন্ড। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে তেমনি মানুষের মধ্যে শিক্ষা না থাকলে তার কোনো দাম থাকে না। তাই তোমরা শিশুরা মনযোগ দিয়ে লেখা করবা আগামী দিনে এ দেশে ভবিষ্যত তোমরাই তো গড়ে তুলবা। এ কথা বলে শিক্ষকগণ বই বিতরণ অনুষ্ঠান শেষ করেন।
পঞ্চগড় ব্যারিস্টার বাজারে অবস্থিত পপুলার প্রি-ক্যাডেট স্কুলে নতুন বছরের শুরুতেই সরকারি বই বিতরণ। বই বিতরণ করেন ব্যারিস্টার কলেজের প্রফেসর সুলতানউল ইসলাম ও পপুলার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: আবিদুল ইসলাম, সহকারী শিক্ষক আনিছুর রহমান, মোছা: মরিয়ম আক্তার লিজা, মোছা: আসমাউল হুসনা উপস্থিত থেকে বছরের প্রথম দিনেই বই পুস্তক শিশুদের হাতে তুলে দিয়ে বলেন আমরা যখন ছোট ছিলাম তখন নতুন বইয়ের জন্য স্কুলে ছুটে আসতাম তখন কিন্তু ১৬ আনা নতুন বই আমরা পেতাম না।
বর্তমান সরকারের সময় সরকারি বেসরকারি সকল স্কুলেই নতুন বই শিশুদের হাতে তুলে দিতে পেরে আমরা এ সরকারের কাছে কৃজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে শিশুদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন তোমরা মনযোগ দিয়ে লেখা পড়া করবা। কারণ শিক্ষাই হল জাতির মেরুদন্ড। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে তেমনি মানুষের মধ্যে শিক্ষা না থাকলে তার কোনো দাম থাকে না। তাই তোমরা শিশুরা মনযোগ দিয়ে লেখা করবা আগামী দিনে এ দেশে ভবিষ্যত তোমরাই তো গড়ে তুলবা। এ কথা বলে শিক্ষকগণ বই বিতরণ অনুষ্ঠান শেষ করেন।