বিকেএসপি অনুর্ধ ১৪ বালিকা ফুটবল দলে সুুযোগ পেলেন জলঢাকার মেহবুবা জনি
https://www.obolokon24.com/2018/01/jaldhaka_9.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
জলঢাকার বালিকা ফুটবল দলের
সদস্য মেহবুবা হাসনাত জনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
সাভার ঢাকায় ২৭ ডিসেম্বর অনুর্ধ ১৪ বালিকা ফুটবলের ভর্তি পরীক্ষায়
অংশগগ্রহন করে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। সে নীলফামারী জেলার জলঢাকা
উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাঈ গ্রামের আব্দুল মালেকের মেয়ে ।
এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৭১ পেয়ে উত্তীর্ণ হয়। বিকেএসপি তে সুযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধানের সাথে সাক্ষাত করতে আসে বাবা একেএম আব্দুল মালেক ও মাতা সিরাজুম মনিরার সাথে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষক মর্তুজা ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আকতারুজ্জামান বাবু, শিক্ষক বিশ্বজিৎ রায় ও যুবলীগ নেতা এরশাদ প্রমুখ। কথা হয় তার বাবা একেএম আব্দুল মালেকের সাথে তিনি বলেন - আমার মেয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় বেশ মনোযোগী ছিল। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মহিলা ফুটবল বাছাইয়ে অংশগ্রহণ করে সে উপজেলা টিমে সুযোগ পায়। এসময় ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহন করে। পরে জনী স্থানীয় কোচ মুকুল ও দীলিপ স্যারের অধীন প্রশিক্ষণ গ্রহন করে। আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন ভাল ফুটবলার হতে পারে। আগামী ১৩ জানুয়ারি বিকেএসপি তে ৭দিনের ট্রায়ালে অংশ নিতে ঢাকা যাওয়ার আগে সকলের কাছে দোয়া চান ফুটবলার জনি।