জলঢাকায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2018/01/jaldhaka_27.html
মর্তুজা ইসলাম,জলঢাকা,নীলফামারী প্রতিনিধিঃ
শিশু কিশোরদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি,গণতন্ত্রের চর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যয় নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন্ হয়েছে। এ উপলক্ষে বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহন। নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১৮৪ জন ছাত্র/ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ জন প্রার্থীর মধ্যে প্রতি শ্রেণীতে ২ জন করে প্রতিনিধিসহ মোট ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবে বলে জানান,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আফজালুর রহমান (আরিফ)। শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার,প্রিজাইটিং ও পুলিং অফিসারসহ আনসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে ৩য় শ্রেণীর প্রতিনিধি হিসেবে খুশি আক্তার(৭৮ ভোট), কনা আক্তার(৭০ ভোট), ৪র্থ শ্রেণীর গোলাম রেজওয়ান সোহান (৮৮ ভোট), মেহেদী হাসান (৮৭ ভোট),মনিফা আক্তার(৭৩ ভোট) এবং ৫ম শ্রেণীতে মোরছালিন ইসলাম (১১৫ ভোট)ও লক্ষী রানী রায় ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও পঞ্চম শ্রেণীর ছাত্র আলিফ হোসেন বলেন,‘‘নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে,নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়ে আমি খুব খুশি।’’ অপর দিকে একইভাবে দুন্দিবাড়ী মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়, বিণ্যাকুড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম বালাগ্রাম সপ্রাবি,বগুলাগাড়ী সপ্রাবি,পান্থাপাড়া সপ্রাবি,চর হলদিবাড়ী ২ সরঃ প্রাথমিক বিদ্যালয়,বাওনা বাওনি সরঃ প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী জানান,উপজেলার ২৩৮ টি বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা,তবে কিছু বিদ্যালয়ে ভোটের মাধ্যমে আর কিছু বিদ্যালয়ে সমঝোতার মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল গঠিত হচ্ছে।
শিশু কিশোরদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি,গণতন্ত্রের চর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যয় নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন্ হয়েছে। এ উপলক্ষে বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহন। নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১৮৪ জন ছাত্র/ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ জন প্রার্থীর মধ্যে প্রতি শ্রেণীতে ২ জন করে প্রতিনিধিসহ মোট ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবে বলে জানান,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আফজালুর রহমান (আরিফ)। শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার,প্রিজাইটিং ও পুলিং অফিসারসহ আনসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে ৩য় শ্রেণীর প্রতিনিধি হিসেবে খুশি আক্তার(৭৮ ভোট), কনা আক্তার(৭০ ভোট), ৪র্থ শ্রেণীর গোলাম রেজওয়ান সোহান (৮৮ ভোট), মেহেদী হাসান (৮৭ ভোট),মনিফা আক্তার(৭৩ ভোট) এবং ৫ম শ্রেণীতে মোরছালিন ইসলাম (১১৫ ভোট)ও লক্ষী রানী রায় ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও পঞ্চম শ্রেণীর ছাত্র আলিফ হোসেন বলেন,‘‘নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে,নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়ে আমি খুব খুশি।’’ অপর দিকে একইভাবে দুন্দিবাড়ী মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়, বিণ্যাকুড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম বালাগ্রাম সপ্রাবি,বগুলাগাড়ী সপ্রাবি,পান্থাপাড়া সপ্রাবি,চর হলদিবাড়ী ২ সরঃ প্রাথমিক বিদ্যালয়,বাওনা বাওনি সরঃ প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী জানান,উপজেলার ২৩৮ টি বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা,তবে কিছু বিদ্যালয়ে ভোটের মাধ্যমে আর কিছু বিদ্যালয়ে সমঝোতার মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল গঠিত হচ্ছে।