সুন্দরগঞ্জে ১২ আসামীকে গ্রেফতার
https://www.obolokon24.com/2018/01/gaibandha_0.html
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে ১২ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে পৌর সভার ৩ নং ওয়ার্ডের ফরমানের পুত্র মঞ্জু মিয়া, কে কৈ কাশদহ গ্রামের দুলা মিয়ার পুত্র আলতাব হোসেন, কাশদহ গ্রামের কাশেম আলীর পুত্র হায়দার, ফয়জারের পুত্র ফজলুল হক, কাশদহ শিবতলা গ্রামের মহির উদ্দিনের পুত্র আব্দুল জŸার, সুবর্ণদহ গ্রামের ফজল উদ্দিনের পুত্র জহুরুল ইসলাম, রফিকুল ইসলামের পুত্র এরশাদ আলী ও আকাম উদ্দিনের পুত্র আব্দুর রশিদকে কালিরখামার গ্রামের শামছুল হকের পুত্র আনারুল ইসলাম, খয়বর হোসেন ও আনিছুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।