ডোমার মিরজাগঞ্জ হাটে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ।
https://www.obolokon24.com/2018/01/domar_30.html
আনিছুর রহমানমানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার মিরজাগঞ্জ হাটে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিজাগঞ্জ হাটে রোকন হার্ডওয়্যারের স্বত্তাধীকারী উপনচৌকি ভাজনী এলাকার রমজান আলীর ছেলে মোঃ রোকন ইসলাম গত শুক্রবার গোপনে তার দোকানের সামনে রাস্তার সরকারী কড়ইর গাছ কর্তন করে। বিষয়টি এলাকাবাসী বাধ নিষেধ করলে উল্টো রোকন তাদের অপমান অপদস্ত করে বলে তারা জানান। এ নিয়ে এলাকায় তোলপার শুরু হলে, ইউনিয়ন ভ’মি কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে আইনের বিষয়টি অবগত করেন। শেষে চাপের মুখে উপায় না পেয়ে গাছের সমস্ত শিকড় কেটে দিয়ে গাছটি মেরে ফেলার জন্য গোড়ায় লবন দিয়ে মাটি চাপা ও রং লাগিয়ে দেয়। যা অল্প কয়েকদিনে গাছটি মরে যাবে এবং নিজের কার্যহাসিল হবে। এ বিষয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা বাবু আশ্বিনী কুমার রায় বলেন, আমি গাছটি কাটতে নিষেধ করেিেছ, তবুও তারা গোপনে শিকড় সহ কেটে ফেলে, পরে আবার দেখী মাটি চাপা দিয়ে রং করে দেয়। তবে গাছটি মরেগেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারী সম্পদ বিনষ্ট করার বিষয়টি খতিয়ে দেখার জোর দাবী জানান বাজার কমিটি।
নীলফামারীর ডোমার মিরজাগঞ্জ হাটে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিজাগঞ্জ হাটে রোকন হার্ডওয়্যারের স্বত্তাধীকারী উপনচৌকি ভাজনী এলাকার রমজান আলীর ছেলে মোঃ রোকন ইসলাম গত শুক্রবার গোপনে তার দোকানের সামনে রাস্তার সরকারী কড়ইর গাছ কর্তন করে। বিষয়টি এলাকাবাসী বাধ নিষেধ করলে উল্টো রোকন তাদের অপমান অপদস্ত করে বলে তারা জানান। এ নিয়ে এলাকায় তোলপার শুরু হলে, ইউনিয়ন ভ’মি কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে আইনের বিষয়টি অবগত করেন। শেষে চাপের মুখে উপায় না পেয়ে গাছের সমস্ত শিকড় কেটে দিয়ে গাছটি মেরে ফেলার জন্য গোড়ায় লবন দিয়ে মাটি চাপা ও রং লাগিয়ে দেয়। যা অল্প কয়েকদিনে গাছটি মরে যাবে এবং নিজের কার্যহাসিল হবে। এ বিষয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা বাবু আশ্বিনী কুমার রায় বলেন, আমি গাছটি কাটতে নিষেধ করেিেছ, তবুও তারা গোপনে শিকড় সহ কেটে ফেলে, পরে আবার দেখী মাটি চাপা দিয়ে রং করে দেয়। তবে গাছটি মরেগেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারী সম্পদ বিনষ্ট করার বিষয়টি খতিয়ে দেখার জোর দাবী জানান বাজার কমিটি।