ডোমারে ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
https://www.obolokon24.com/2018/01/domar_27.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল এর উদ্যোগে রংপুরের বিশেজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডোমার পৌর ভবনের হলরুমে ক্যাম্পের উদ্বোধন করেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল, ডাঃ শাহজাদ হোসেন চৌধুরী (চক্ষু), ডাঃ ফাহানা (স্ত্রী রোগ), ডাঃ এমএ হাই (শিশু, চর্ম ও যৌন), ডাঃ দিপ্তি সাহা (মেডিসিন) বিশেষজ্ঞ প্রমূখ এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় অধ্যপক ডেইজী নাসনীন মাশরাফী নীনা, জামান মাশরাফী পুতুল, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে প্রায় ডের শতাধীক রোগীকে বিনা মূলে সেবা প্রদান করা হয়।
নীলফামারীর ডোমারে ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল এর উদ্যোগে রংপুরের বিশেজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডোমার পৌর ভবনের হলরুমে ক্যাম্পের উদ্বোধন করেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল, ডাঃ শাহজাদ হোসেন চৌধুরী (চক্ষু), ডাঃ ফাহানা (স্ত্রী রোগ), ডাঃ এমএ হাই (শিশু, চর্ম ও যৌন), ডাঃ দিপ্তি সাহা (মেডিসিন) বিশেষজ্ঞ প্রমূখ এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় অধ্যপক ডেইজী নাসনীন মাশরাফী নীনা, জামান মাশরাফী পুতুল, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে প্রায় ডের শতাধীক রোগীকে বিনা মূলে সেবা প্রদান করা হয়।