ফ্রেন্ডস্ গ্রুপের কার্যকরী কমিটি নির্বাচনে ইঞ্জি: সুমন সভাপতি ও ডাঃ সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন সামাজিক উন্নয়ন মূলক সংগঠন ফ্রেন্ডস্ গ্রুপের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি নির্বাচনে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন সভাপতি ও ডাঃ সোহেল রানা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

১৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ফ্রেন্ডস্ গ্রুপের কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৯২জন ভোটারের মধ্যে ৮২জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফ্রেন্ডস্ গ্রুপের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মোঃ নজিবর রহমান ফলাফল ঘোষণা করেন।
কার্যকরী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, সহ-সভাপতি পদে মোঃ বাবলু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ সোহেল রানা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, সহ-সাধারণ সম্পাদক পদে শ্রী রমেশ বাবু ৪৪ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইকবাল হাসান জুম্মুন ৩৬ ভোট পান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাজ্জাদ হোসেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ওমর ফারক মরর্তুজা ২৯ ভোট পান, কোষাধ্যক্ষ পদে মোঃ মাহ্মুদুল্লাহ্ বাবু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, প্রচার সম্পাদক পদে মোঃ হামিদুল বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিজান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ এনামুল হক মনি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম ৪৩ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রাশেদ সরকার ৩৫ ভোট পান, কার্যকরী সদস্য পদে মোঃ শাহাদৎ হোসেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ গ্রুপের উপদেষ্টা ও ফুলবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন কমিশনার মোঃ ছাহেল ইবনে সোহাগ, নির্বাচন কমিশনার মোঃ মঈন উদ্দিন, ফ্রেন্ডস্ গ্রুপের সাবেক সভাপতি মোঃ মোস্তাক আলম চৌধুরী সামুন, মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মজিদ তালুকদার ইমন সহ ফ্রেন্ডস্ গ্রুপের সদস্য বৃন্দ। নির্বাচিত কার্যকরী কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।



পুরোনো সংবাদ

দিনাজপুর 3232498193842639969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item