মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ঠাকুরগাঁও ফাইনালে

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঠাকুরগাঁও পল্লী বীর স্পোর্টস্ সেন্টার দল রংপুরের পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ(শুক্রবার) বিকেল তিনটায় পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
 দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ফলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। আর ট্রাইব্রেকারে ঠাকুরগাঁও পল্লী বীর স্পোর্টস্ সেন্টার দল রংপুরের পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাবকে ৪-১ গোলে হারায়।
এতে করে ঠাকুরগাঁও পল্লী বীর স্পোর্টস্ সেন্টার দল টূর্ণামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি পরিচালনা করেন পার্বতীপুরে সুনাম খ্যাত রেফারী  মো. কামরুল ইসলাম কামু। খেলায় সহকারি রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইদ্রিস আলী ও সুশান্ত। খেলার ধারাভাষ্যে ছিলেন দিনাজপুরের বীরগঞ্জের মো. তৈয়ফুল ইসলাম তপু।
আগামী ৯ ফেব্রুয়ারী  টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এতে প্রথম সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর ফুটবল একাডেমি ও ঠাকুরগাঁও পল্লী বীর স্পোর্টস্ সেন্টার দল পরস্পরের মুখোমুখি হবে। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলাটিও কয়েক হাজার সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন। মাঠে বিভিন্ন বয়সী পুরুষ দর্শকের পাশাপাশি বিপুল সংখ্যক নারী দর্শকরও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এদিকে, এ টূর্ণামেন্ট উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারী মহিলা ফুটবল  দলের এক প্রীতিম্যাচ আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ অনুর্র্ধ্ব - ১৫ মহিলা জাতীয় ফুটবল দল এবং  রাজশাহী বিভাগীয় প্রমিলা একাডেমি পরস্পরের মুখোমুখি হবে বলে টুর্ণামেন্ট আয়োজক সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারী “মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” শুরু হয়। দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি ওই গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। এতে বগুড়া, জয়পুরহাটের পাঁচবিবি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও  এবং সৈয়দপুরসহ উত্তরাঞ্চলের মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।          

পুরোনো সংবাদ

দিনাজপুর 2245708938174729544

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item