চট্টগ্রামে মুশফিকের নয়া মাইলফলক

খেলাধুলা-
মাইলফলক স্পর্শ করতে মাত্র ২ রান দূরে ছিলেন মুশফিক।  শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে সেই সুযোগ হাতছাড়া করলেন না টাইগারদের সাবেক এই অধিনায়ক।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আজ শেষ বিকেলে নার্ভাস নাইনটিনের শিকার হন মুশফিকুর রহমান।  আউট হওয়ার আগে ৯২ রানের সুবাদে এই ভেন্যুতে তার রান ১০৭৮।  এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।  এই ভেন্যুতে ২০১০ সালে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন মুশি।  ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি।

একই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের।  ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান রয়েছে তামিমের।  ১৪ ম্যাচের ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

এদিকে, বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে বর্তমানে টেস্ট ফরম্যাটে ১ হাজার রান করা আরেক ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান।  মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ম্যাচে ১২৩৩ রান রয়েছে সাকিবের।

পুরোনো সংবাদ

খেলাধুলা 4700551017871834771

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item