রংপুর দক্ষিণ মুলাটোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে বই বিতরন
https://www.obolokon24.com/2018/01/book.html
হাজী মারুফ:
দক্ষিণ মুলাটোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই দেওযা নিয়ে শিক্ষাথিদের কাছ থেকে ১০০ টাকা করে নেওযার অভিযোগ উঠেছে । জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে বই বিতরন কালে ১৯১ জন ছাএ-ছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয় । এতে অভিভাবকগণ ক্ষিপ্ত হয়ে উঠেন । জানা গেছে স্কুল কতৃপক্ষ ২৫০ সেট বই শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে । কিন্তু তার কোন সিলিপ তারা পাইনি । এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান বই নেওয়ার কোন টাকা নেওয়া হয়নি । আমরা ৪ মাসের বেতন ৬০ টাকা এবং নাইট গার্ড ও আয়া বাবদ ৪০ টাকা করে নেই । সরকারি নিয়মবহির্ভুত থাকলেও কেন টাকা নেওয়া হচ্ছে এর সৎ উওর দিতে পারেনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । এক প্রশ্নের জবাবে তিনি নিজের দোষ ঘাড়ে না নিয়ে মানেজিং কমিটির উপর বর্তান । এদিকে উর্ধতন কর্মকতা জানান টাকা নেওয়ার কোন নিয়ম নাই বিষয়টি তদন্ত করে প্রমানিত হলে তার পদক্ষেপ নেওয়া হবে ।
দক্ষিণ মুলাটোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই দেওযা নিয়ে শিক্ষাথিদের কাছ থেকে ১০০ টাকা করে নেওযার অভিযোগ উঠেছে । জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে বই বিতরন কালে ১৯১ জন ছাএ-ছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয় । এতে অভিভাবকগণ ক্ষিপ্ত হয়ে উঠেন । জানা গেছে স্কুল কতৃপক্ষ ২৫০ সেট বই শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে । কিন্তু তার কোন সিলিপ তারা পাইনি । এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান বই নেওয়ার কোন টাকা নেওয়া হয়নি । আমরা ৪ মাসের বেতন ৬০ টাকা এবং নাইট গার্ড ও আয়া বাবদ ৪০ টাকা করে নেই । সরকারি নিয়মবহির্ভুত থাকলেও কেন টাকা নেওয়া হচ্ছে এর সৎ উওর দিতে পারেনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । এক প্রশ্নের জবাবে তিনি নিজের দোষ ঘাড়ে না নিয়ে মানেজিং কমিটির উপর বর্তান । এদিকে উর্ধতন কর্মকতা জানান টাকা নেওয়ার কোন নিয়ম নাই বিষয়টি তদন্ত করে প্রমানিত হলে তার পদক্ষেপ নেওয়া হবে ।