চিলাহাটী রেলস্টেশনে এ কি কান্ড!
https://www.obolokon24.com/2018/01/blog-post_27.html
আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টার॥
নাম মাত্র প্রথম শ্রেনীর বিশ্রামগার, নেই যাত্রীদের বসার কোন সুবিধা। কতিপয় ব্যাক্তিদের দখলে থাকা এ বিশ্রামগারটিতে বর্তমানে ট্রেনের লেপ-বালিশ, রাখার স্থান হিসাবে ব্যবহার করা হচ্ছে।
নীলফামারী জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে ষ্টেশন (এক সময়ের স্থলবন্দর) চিলাহাটিতে বর্তমানে ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। পাশ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী, ভাউলাগঞ্জসহ দূর-ধুরান্ত থেকে বিভিন্ন এলাকার ট্রেন ধরতে আসা যাত্রীরা বিপাকে পরে।
বিশেষ করে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের যাত্রীরা প্রথম শ্রেনীর বিশ্রামগার থাকা সত্বেও এই শীতে প্ল্যাট ফর্মে বসে থাকতে হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক পঞ্চগড়ের আটোয়ারী থেকে আসা যাত্রী জানান, প্রথম শ্রেনীর টিকেট কাটলেও ট্রেন দেড়ী আসায় এই শীতে বউ সন্তান নিয়ে প্ল্যাাটফর্মে বসে থাকতে হচ্ছে।
বিশেষ করে প্রথম শ্রেনীর মহিলা যাত্রীরা টয়লেটের জন্য পাশ্ববর্তী বাড়ীতে যান। যাত্রীদের দাবী প্রথম শ্রেনীর বিশ্রামগারটি প্রথম শ্রেনীর যাত্রীদের জন্য হোক, লেপ-বালিশ, বস্তা রাখার জন্য নয়।
নাম মাত্র প্রথম শ্রেনীর বিশ্রামগার, নেই যাত্রীদের বসার কোন সুবিধা। কতিপয় ব্যাক্তিদের দখলে থাকা এ বিশ্রামগারটিতে বর্তমানে ট্রেনের লেপ-বালিশ, রাখার স্থান হিসাবে ব্যবহার করা হচ্ছে।
নীলফামারী জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে ষ্টেশন (এক সময়ের স্থলবন্দর) চিলাহাটিতে বর্তমানে ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। পাশ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী, ভাউলাগঞ্জসহ দূর-ধুরান্ত থেকে বিভিন্ন এলাকার ট্রেন ধরতে আসা যাত্রীরা বিপাকে পরে।
বিশেষ করে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের যাত্রীরা প্রথম শ্রেনীর বিশ্রামগার থাকা সত্বেও এই শীতে প্ল্যাট ফর্মে বসে থাকতে হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক পঞ্চগড়ের আটোয়ারী থেকে আসা যাত্রী জানান, প্রথম শ্রেনীর টিকেট কাটলেও ট্রেন দেড়ী আসায় এই শীতে বউ সন্তান নিয়ে প্ল্যাাটফর্মে বসে থাকতে হচ্ছে।
বিশেষ করে প্রথম শ্রেনীর মহিলা যাত্রীরা টয়লেটের জন্য পাশ্ববর্তী বাড়ীতে যান। যাত্রীদের দাবী প্রথম শ্রেনীর বিশ্রামগারটি প্রথম শ্রেনীর যাত্রীদের জন্য হোক, লেপ-বালিশ, বস্তা রাখার জন্য নয়।