জলঢাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে শিক্ষকদের মানববন্ধন
https://www.obolokon24.com/2018/01/blog-post_25.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায়
বৃহস্পতিবার সকালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে মানববন্ধন
ও আলোচনা সভা করেছে উপজেলার সকল বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ।
জিরোপয়েন্ট মোড়ের ২ ঘন্টব্যাপী মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক নুরুজ্জামান হক। এসময়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা কলেজ শিক্ষক সমিতির সভাপতি
অধ্যাপক আজিজুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা
শাখার সভাপতি ও বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী,
আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিমুলবাড়ী বঙ্গবন্ধু
ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হান্নান, রাবেয়া কলেজের প্রভাষক
রুহুল আজাদ, মিরগঞ্জ কলেজের প্রভাষক মিজানুর রহমান, বগুলাগাড়ী উচ্চ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মলেন্দু রায় ও জলঢাকা পাইলট বালিকা উচ্চ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৈমারী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খান, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, শৌলমারী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল , অধ্যাপক ধনঞ্জয় রায় ও বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। সভায় বক্তারা দ্রুত শিক্ষকদের দাবী মেনে নিয়ে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করার আহবান জানান শিক্ষা বান্ধব সরকারের কাছে । আলোচনা সভা পরিচালনা করেন প্রভাষক সাখাওয়াত হোসেন ও মর্তুজা ইসলাম মাষ্টার।