হরিপুরে দুর্ঘটনায় শিক্ষক আহত
https://www.obolokon24.com/2017/12/thakurgaon_7.html
জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ
আজ বুধুবার সকালে উপজেলার মেন্দ্ররগাও নামক স্থানে চৌরঙ্গী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ সাত্তার গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চৌরঙ্গী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ সাত্তার মটরসাইকৈল যোগে কাঠালডাঙ্গী বাজার আসার পথে মেন্দ্ররগাও নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে ছেড়ে আসা উপজেলার টেংরিয়া ঝারবাড়ি গ্রামের হাফিজের ছেলে ফারুকের ভটভটি গাড়ির সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়।এতে শিক্ষক আঃ সাত্তার গুরুতর আহত হন।
এরপর আহত সহকারি শিক্ষক আঃ সাত্তারকে স্থানীয়রা রংপুর মেডিকেলে র্ভতি করেছেন বলে জানান।
আজ বুধুবার সকালে উপজেলার মেন্দ্ররগাও নামক স্থানে চৌরঙ্গী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ সাত্তার গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চৌরঙ্গী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ সাত্তার মটরসাইকৈল যোগে কাঠালডাঙ্গী বাজার আসার পথে মেন্দ্ররগাও নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে ছেড়ে আসা উপজেলার টেংরিয়া ঝারবাড়ি গ্রামের হাফিজের ছেলে ফারুকের ভটভটি গাড়ির সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়।এতে শিক্ষক আঃ সাত্তার গুরুতর আহত হন।
এরপর আহত সহকারি শিক্ষক আঃ সাত্তারকে স্থানীয়রা রংপুর মেডিকেলে র্ভতি করেছেন বলে জানান।