রোগীদের সাথে বন্ধুসূলভ আচরণ করে চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে হবে- রাঙ্গা

সফিয়ার কাজল গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা বলেছেন মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চিকিৎসা সেবা। তাই সরকার চিকিৎসা সেবা জনগণের কাছাকাছি পৌঁছে দিতে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর ব্যাপক উন্নয়ন করেছে। সে অনুযায়ী রোগীর সাথে খারাপ আচরণ না করে বন্ধুসূলভ আচরণ করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল শনিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা হেল্থ কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন। এছাড়াও তিনি উপজেলা হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের জন্য আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সামসুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গওছুল আজম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউ.পি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, গঙ্গাচড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, গঙ্গাচড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

রংপুর 166404280537638273

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item