পীরগাছায় অটোবাইককে নাইট কোচের চাপা- নিহত ৪

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ৫জন আহত হয়েছে। উপজেলার কদমতলা লোহার ব্রিজ সংলগ্ন স্থানে একটি নাইট কোচ অটোবাইককে চাপা দিলে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চৌধুরাণী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি উপজেলার কদমতলা লোহার ব্রিজ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটো বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ২ জন নিহত হয়। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পশ্চিম দেবু গ্রামের আহম্মদ আলীর পুত্র আনোয়ার হোসেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের মধ্যে ২জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8336494179416780102

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item