পঞ্চগড় চিনির কলের আখ মারাই মৌসুম শুভ উদ্বোধন
https://www.obolokon24.com/2017/12/panchagar_8.html
মো: তোতা মিয়া জেলা প্রতিনিধি:
পঞ্চগড় চিনির কলের ২০১৭-১৮ মৌসুমের আখ মারাই উদ্বোধন করণের নিমিত্তে আখ মারাই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ ও ব্যবস্থাপনা পরিচালক পচিক মো: সাহানুর রেজা, সভাপতি পচিক শ্রমিক ইউনিয়ন মো: হাসনুজ্জামান, সাবেক সংসদ সদস্য পঞ্চগড়-১ আসন সভাপতি চিনিকল আখ চাষী ফেডারেশন মো: মোজাহারুল হক প্রধান, সচিব বিএসএফ আইসি প্রকৌশলী এবিএম আরশাদ হোসেন, সংসদ সদস্য মহিলা আসন-১ মোছা: সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আমানুল্লাহ বাচ্চু। বক্তারা বক্তব্যে বলেন উদ্বোধনের মধ্যে দিয়ে কৃষকরা ১ বৎসর পর তাদের জমিতে আবাদ করা আখ কেটে চিনির কলের প্রতি সেন্টারে গরুরগাড়ি বা মহিষের গাড়িতে করে আবার কেউ ইঞ্জিল চালিত গাড়িতে করে চিনির কলের গন্তব্য স্থানে পৌছাছে। এক সময় পঞ্চগড় এই চিনির কলে পুরো ৫-৬ মাস কৃষকরা আখ দিতেন। কিন্তু বর্তমানে এখন কৃষকরা বিভিন্ন কারণে আগের মত আখ চাষ না করার কারণে পঞ্চগড় চিনিরকলটি প্রায় অচল অবস্থায়। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার কৃষকের আঁখের মূল্য পরিষদ হচ্ছে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আখ হতে উৎপাদিত শতভাগ হালাল দেশীও চিনি এখন ১ কেজির প্যাকেটে পাওয়া যাচ্ছে অন্যান্য চিনি থেকে অনেক মিষ্টি এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত দেশীয় চিনি বাজারে বিক্রি হচ্ছে। পঞ্চগড় চিনির কলের গত ২০১৬-১৭ মারাই মৌসুমে উৎপাদিত আখের টার্গেট ছিল ৬২২৩৬ মে:ট: আখ উৎপাদিত হয় ৬৩৩০০ মে:ট: এবার ২০১৭-১৮ আখ মারাই মৌসুমের টার্গেট ৬৬৫১২ মে:ট:।
পঞ্চগড় চিনির কলের ২০১৭-১৮ মৌসুমের আখ মারাই উদ্বোধন করণের নিমিত্তে আখ মারাই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ ও ব্যবস্থাপনা পরিচালক পচিক মো: সাহানুর রেজা, সভাপতি পচিক শ্রমিক ইউনিয়ন মো: হাসনুজ্জামান, সাবেক সংসদ সদস্য পঞ্চগড়-১ আসন সভাপতি চিনিকল আখ চাষী ফেডারেশন মো: মোজাহারুল হক প্রধান, সচিব বিএসএফ আইসি প্রকৌশলী এবিএম আরশাদ হোসেন, সংসদ সদস্য মহিলা আসন-১ মোছা: সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আমানুল্লাহ বাচ্চু। বক্তারা বক্তব্যে বলেন উদ্বোধনের মধ্যে দিয়ে কৃষকরা ১ বৎসর পর তাদের জমিতে আবাদ করা আখ কেটে চিনির কলের প্রতি সেন্টারে গরুরগাড়ি বা মহিষের গাড়িতে করে আবার কেউ ইঞ্জিল চালিত গাড়িতে করে চিনির কলের গন্তব্য স্থানে পৌছাছে। এক সময় পঞ্চগড় এই চিনির কলে পুরো ৫-৬ মাস কৃষকরা আখ দিতেন। কিন্তু বর্তমানে এখন কৃষকরা বিভিন্ন কারণে আগের মত আখ চাষ না করার কারণে পঞ্চগড় চিনিরকলটি প্রায় অচল অবস্থায়। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার কৃষকের আঁখের মূল্য পরিষদ হচ্ছে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আখ হতে উৎপাদিত শতভাগ হালাল দেশীও চিনি এখন ১ কেজির প্যাকেটে পাওয়া যাচ্ছে অন্যান্য চিনি থেকে অনেক মিষ্টি এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত দেশীয় চিনি বাজারে বিক্রি হচ্ছে। পঞ্চগড় চিনির কলের গত ২০১৬-১৭ মারাই মৌসুমে উৎপাদিত আখের টার্গেট ছিল ৬২২৩৬ মে:ট: আখ উৎপাদিত হয় ৬৩৩০০ মে:ট: এবার ২০১৭-১৮ আখ মারাই মৌসুমের টার্গেট ৬৬৫১২ মে:ট:।