পঞ্চগড়ে সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বেতন ভাতার দাবিতে পঞ্চগড়ে সমাবেশ করেছে সংযুক্ত ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে জেলা শহরের নুরুন আলা নুর কামিল মাদরাসা হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলেহা হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ ইয়াছিন আলী ও নুরুন আলা নুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মফিজউদ্দিন। সভাপতিত্ব করেন সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাহফুজার রহমান। সমাবেশে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান কাজ করে যাচ্ছেন সংযুক্ত ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। কিন্তু তাদের থেকে বেতন ভাতা পান অনেক কম। এতে করে চরম বৈষম্যের শিকার হচ্ছেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান স্কেলে বেতন ভাতা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। তা না হলে সমিতির মাধ্যমে হাইকোর্টে রীট পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেয়া হয় ওই সমাবেশে। সমাবেশে পঞ্চগড় জেলার সকল সংযুক্ত ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। # 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7190610380212119827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item