নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি পরিবার নিঃস্ব
https://www.obolokon24.com/2017/12/nilphamari_26.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ ডিসেম্বর॥
ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর সদরের গোড়গ্রাম ইউনিয়নের বেগ পাড়া গ্রামে ২১টি পরিবারের সর্বস্ব ভষ্মিভুত হয়েছে। ৪৮টি ঘর ছাড়াও গবাদী পশু, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকান্ডে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে এলাকার এনামুল হকের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, অগ্নিকান্ডে ২২টি বসত ঘর, ১৮টি রান্না ঘর, ৮টি গোয়াল ঘর, ৩টি খড়ের পুঞ্জ, ৩টি ধানের পুঞ্জ, নগদ দেড় লাখ টাকা ভষ্মিভুত হয়। এছাড়া অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায় ৬টি গরু ও ৪টি ছাগল।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ইয়াসিন আলী লিখন জানান, আগুনে সর্বস্ব হারিয়েছে পরিবারগুলো। কোন কিছু রক্ষা পায়নি আগুনের লেলিহান শিখায়।
এদিকে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া জানান, তাৎক্ষনিক ভাবে উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল, রেডক্রিসেন্ট সোসাইটি থেকে থাকার জন্য তাবু এবং শুকনো খাবারের ব্যবস্থা করে দেয়া হয়।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে নুর উদ্দিন, রাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, অলিয়ার রহমান, আবু বকর, অফিজার ইসলাম, এনামুল হক, শাহিনুর ইসলাম, আনিসুর রহমান, তহুজা বেগম, ওবায়দুল ইসলাম, বেগম বেওয়া, ফারুক হোসেন, ফজলুল হক ফজলু, রফিকুল ইসলাম, বুদারু মামুদ, মমিনুর রহমান, আহিদুল ইসলাম, সহিদুল ইসলাম ও আলেয়া বেগম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে নুর উদ্দিন, রাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, অলিয়ার রহমান, আবু বকর, অফিজার ইসলাম, এনামুল হক, শাহিনুর ইসলাম, আনিসুর রহমান, তহুজা বেগম, ওবায়দুল ইসলাম, বেগম বেওয়া, ফারুক হোসেন, ফজলুল হক ফজলু, রফিকুল ইসলাম, বুদারু মামুদ, মমিনুর রহমান, আহিদুল ইসলাম, সহিদুল ইসলাম ও আলেয়া বেগম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।