শ্রেষ্ট্র উদ্ধারকারী পুলিশ পরিদর্শক হিসেবে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জকে সম্মাননা প্রদান

আশিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড কমাতে সক্ষম এবং শ্রেষ্ট্র উদ্ধারকারী পুলিশ পরিদর্শক হিসেবে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহানকে ২৫ডিসেম্বর’১৭ইং সম্মাননা প্রদান করা হয়েছে।
কুড়িগ্রাম জেলাটি প্রায় ভারত বেষ্টিত হওয়ায় বিভিন্ন উপায়ে কিছু অসাধু মানুষজন মাদকের ব্যবসায় নিজেদের জড়িয়ে এ জেলায় মাদকের ব্যপকতা সৃষ্টির চেষ্টা চালালেও তাদের এ মিথ্যে স্বপ্ন ভেঙ্গে দিয়ে এ জেলাকে মাদক মুক্ত করছে পুলিশ প্রশাসন। কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান তার অব্যাহত কঠোর প্রচেষ্টায় কুড়িগ্রামকে মাদক ও জুয়া মুক্ত করতে প্রতিদিনই চালাচ্ছে অভিযান। বর্তমানে এ জেলায় মাদক ও জুয়ার উপদ্রব নেই বললেই চলে। বিভিন্ন এলাকায় অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান এর নেতৃত্বে জুয়ার আসরে আগুন দেয়া ও বিভিন্ন পয়েন্ট থেকে মাদকদ্রব্য উদ্ধার চলমান রয়েছে। সম্প্রতি কয়েকটি বড় গাঁজার চালান আটক করেছেন তিনি। তার এ অব্যাহত প্রচেষ্টায় মাদক-জুয়া সহ বিভিন্ন অপকর্মের গ্লানি হতে মুক্তিলাভ করছে এ জেলা। বিশেষ করে মাদকে ছেয়ে যাওয়া যুব সমাজকে রক্ষায় মাদক ব্যবসায়ীর পাশাপাশি সেবনকারীদের আটক করেও সমাজকে পরিপাটি রাখার চেষ্টা চালাচ্ছেন তিনি। বর্তমান পুলিশ সুপার মো: মেহেদুল করীম তিনিও মাদক ও জুয়ার ঘোর বিরধী একজন মানুষ। আর এরকম একজন পুলিশ সুপারকে পাশে পেয়ে সদর থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান তার বাহিনী নিয়ে সকল অপকর্ম বন্ধে বিভিন্ন কৌশল অবলম্বনকরে অভিযান অব্যাহত রেখেছে। চলতি ডিসেম্বর’১৭ এর ২৫ তারিখ তাকে শ্রেষ্ট উদ্ধারকারী পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তার চাকুরীতে যোগদানের পর থেকে তার কাজে উপর এ পর্যন্ত ১০টি সম্মাননা ক্রেস্ট উপহার পেয়েছে। জেলার অনেক অভিভাবক বর্তমান পুলিশ প্রশাসনের আইন-শৃঙ্খলার উন্নতিতে সস্তির নিশ্বাস নিচ্ছে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5861243081956538999

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item