নাগেশ্বরীতে হাওয়ার এসে উধাও দুম্বার মাংস
https://www.obolokon24.com/2017/12/kurigram_29.html
হাফিজুর রহমান হৃদয়; কুড়িগ্রাম প্রতিনিধি:
হাওয়ার এসে উধাও দুম্বার মাংস। দুম্বা আসল কিন্তু কেউ জানলো না। যেনো
কাক-শকুনে ছোঁ মেরে নিয়ে গেছে সব। বৃহস্পতিবার এমনি ঘটনা ঘটেছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বয়ং জানালেন দুম্বা
হাওয়া হওয়ার কথা।
জানা যায়, প্রতিবছরের ন্যায় ওই দিন সন্ধ্যায় সরকারিভাবে দু:স্থদের মাঝে বিতরণের জন্য নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কাছে দুম্বার মাংস আসে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের আশপাশে জড়ো হয় দু;স্থরা। কিন্তু দুম্বার মাংসবাহী ট্রাক কোনদিক দিয়ে এসে হাওয়ায় মিলিয়ে যায় কেউ বলতে পারে না। পরে জানা যায় উপজেলা আশপাশে না এসে পায়রাডাঙ্গা ও আশারমোড় নামক স্থানে ট্রাকে নিয়ে গিয়ে সরকারি লোকজন এবং স্থানীয় কিছু নেতাকর্মী সব দুম্বার মাংস ভাগবাটোয়ারা করে নেন। ভাগাভাগির বিষয়টি জানাজানি হলে লোকজনের মাঝে অসেন্তাষ সৃস্টি হয়। পরে দুম্বাবাহী ট্রাক থানায় নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, শোনেন এসব আসে আবার হাওয়ায় মিশে যায়। এজন্য তাড়াতাড়ি দিয়ে দেয়া হয়েছে। তারপরও চেয়ারম্যানদের ডেকে দেয়া হয়েছে।
জানা যায়, প্রতিবছরের ন্যায় ওই দিন সন্ধ্যায় সরকারিভাবে দু:স্থদের মাঝে বিতরণের জন্য নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কাছে দুম্বার মাংস আসে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের আশপাশে জড়ো হয় দু;স্থরা। কিন্তু দুম্বার মাংসবাহী ট্রাক কোনদিক দিয়ে এসে হাওয়ায় মিলিয়ে যায় কেউ বলতে পারে না। পরে জানা যায় উপজেলা আশপাশে না এসে পায়রাডাঙ্গা ও আশারমোড় নামক স্থানে ট্রাকে নিয়ে গিয়ে সরকারি লোকজন এবং স্থানীয় কিছু নেতাকর্মী সব দুম্বার মাংস ভাগবাটোয়ারা করে নেন। ভাগাভাগির বিষয়টি জানাজানি হলে লোকজনের মাঝে অসেন্তাষ সৃস্টি হয়। পরে দুম্বাবাহী ট্রাক থানায় নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, শোনেন এসব আসে আবার হাওয়ায় মিশে যায়। এজন্য তাড়াতাড়ি দিয়ে দেয়া হয়েছে। তারপরও চেয়ারম্যানদের ডেকে দেয়া হয়েছে।